নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:
তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবসে নজর কাড়া ঘোষণা করল ঝাড়গ্রাম জেলা তৃণমূল শ্রমিক সংগঠন।”সাংবাদিকরাও শ্রমজীবী তারাও পরিশ্রম করে”এই বার্তা দেওয়ার জন্য ঝাড়গ্রাম জেলায় সমস্ত বেসরকারি বাসে সাংবাদিকদের আর কোন ভাড়া লাগবে না তা ঘোষণা করা হয়।রাজ্যের মধ্যে প্রথম এই ধরনের পদক্ষেপ গ্রহণ করল ঝাড়গ্রাম জেলা তৃণমূল শ্রমিক সংগঠন।
মূলত ঝাড়গ্রাম জেলা বাস পরিবহন তৃণমূল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ঝাড়গ্রাম জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মহাশিস মাহাতো ঘোষণা করেন।মহাশিস মাহাতো বলেন,”সাংবাদিকরা মানুষের কথা সকলের কাছে তুলে ধরার জন্য জেলার এ প্রান্ত থেকে সে প্রান্ত দৌড়াই। দিনের শেষে তারাও শ্রমজীবী।আমরা সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম প্রতিষ্ঠা দিবসের দিন আমরা সাংবাদিকদের জন্য জেলার সমস্ত বেসরকারি বাসে আর ভাড়া লাগবে না তা ঘোষণা করার।তা আমরা আজকের দিনে ঘোষণা করলাম জেলায় বেসরকারি কোন বাসের সাংবাদিকদের ভাড়া নেওয়া হবে না।ইতিমধ্যেই সমস্ত বাস মালিকদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে”।
উল্লেখ্য,ঝাড়গ্রাম জেলা বাস পরিবহন তৃণমূল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে পালিত হল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবস।
সোমবার সকালে ঝাড়গ্রাম শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ঝাড়গ্রাম জেলা বাস পরিবহন তৃণমূল শ্রমিক ইউনিয়নের দলীয় কার্যালয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়।পতাকা উত্তোলন করেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মহাশিস মাহাতো।প্রসঙ্গত,2000 সালের 9 ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল তৃণমূলের শ্রমিক সংগঠন। উপস্থিত ছিলেন,ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সহ-সভাপতি তথা রাজ্য কমিটির সদস্য অজয় কুমার সেন,জেলা সহ-সভাপতি নান্টুলা দাস, গৌতম মাহাত,শহর-সভাপতি সুমিত বসাক,ঝাড়গ্রাম জেলা বাস পরিবহন তৃণমূল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হরিশংকর মাহাতো।
এছাড়া উপস্থিত ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি অমিত শ্রীবাস্তব,জেলা কমিটির সদস্য সোমনাথ দে সহ শ্রমিক সংগঠনের সদস্যরা।এইদিন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল, গোপীবল্লভপুর নয়াগ্রাম,বেলপাহাড়ি, ঝাড়গ্রাম শহর, মানিকপাড়া সহ বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।।