নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:
ছাগলের জন্য জঙ্গলে পাতা সংগ্রহ করতে গিয়ে বিষধর সাপের ছোবলে মৃত্যু হল এক ব্যক্তির।মৃত ব্যক্তির নাম পদ্মলোচন মাহাতো (৪৭)। বাড়ি ঝাড়গ্রাম থানার অন্তর্গত ঘৃতখাম গ্রামে।বুধবার দুপুরে দেহ ময়নাতদন্ত হয় ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে।
পরিবার সূত্রে জানা গিয়েছে,বুধবার সকালে গ্রাম সংলগ্ন জঙ্গলে ছাগল জন্য পাতা সংগ্রহ করতে গিয়েছিল ওই ব্যক্তি।সেই সময় একটি বিষধর সাপ ওই ব্যক্তির ডান পায়ে ছোবল মারে। উদ্ধার করে ঝাড়গ্রাম গভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।মৃত ব্যক্তির ভাই পরিমল মাহাতো বলেন,”ছাগলের জন্য জঙ্গলে পাতা সংগ্রহ করে বাড়ি ফেরার পথে তাঁকে বিষধর সাপ ছোবল মারে।রাস্তার মধ্যেই পড়েছিল।স্থানীয় মানুষজন দেখতে পেয়ে আমাদের খবর দিলে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে”।
এই ঘটনায় পরিবারের সদস্যরা সাপের ছোবলে মৃত্যুর কারণে প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবিও জানায়।