খুদে কিক বক্সিং চ্যাম্পিয়ন ঝাড়গ্রাম!ঝুলিতে ছ’টি স্বর্ণপদক,পাঁচটি রূপো ও তিনটি ব্রঞ্চের দেখুন

Share

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:

ঝাড়গ্রামের মুখ উজ্বল করলো খুদে কিক বক্সিং চ্যাম্পিয়নরা।শুধু একটা দুটো নয়,পুরো ছ’টি স্বর্ণ পদক পেয়েছেন তারা। প্রসঙ্গত চলতি মাসের ১৪ তারিখ ও ১৫ তারিখ শিলিগুড়িতে অনুষ্ঠিত হয়েছিল ইন্টার স্কুলও ইন্টার কলেজ কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৩।সেই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিল ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের আওতায় থাকা ছ’টি স্কুল ও দু’টি কলেজের মোট ২৬ জন প্রতিযোগী। ৭ বছর বয়সের থেকে শুরু করে ২০ বছর বয়সের পর্যন্ত প্রতিযোগীরা অংশগ্রহণ করে এই কিক বক্সিং প্রতিযোগিতায়।পয়েন্ট-ফাইট,লো-কিক এবং লাইট-কন্টাক এই সমস্ত বিভাগের কিক বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছ’টি স্বর্ণপদক,পাঁচটি রুপার পদক ও তিনটি ব্রঞ্চের পদক জয়লাভ করে ঝাড়গ্রামের খুদে কিক বক্সিং চ্যাম্পিয়ানরা।

ঝাড়গ্রাম শহরের ঝাড়গ্রাম লায়েন্স মডেল স্কুল থেকে ২৬ জন এর মধ্যে ১৮ জন প্রতিযোগী ছিল।১৮ জন ভাল খেলে বেশিরভাগেই পদক জয়লাভ করে।যার ফলে ফাস্ট রানার্স আপ চ্যাম্পিয়ন কাপ জয় করে ঝাড়গ্রাম লায়েন্স মডেল স্কুলের ছাত্র-ছাত্রীরা।৭ বছর বয়সের ধারতি মুর্মু পয়েন্ট-ফাইট এই কিক বক্সিং খেলায় অংশগ্রহণ করে রুপার পদক জয়লাভ করে।৮ বছরের শুভদীপ হেমব্রম পয়েন্ট-ফাইট খেলায় অংশগ্রহণ করে স্বর্ণপদক জয়লাভ করে। ২০ বছরের মানস পাল লো-কিক খেলায় অংশগ্রহণ করে স্বর্ণপদক জয়লাভ করে।মঙ্গলবার শিলিগুড়ি থেকে তারা ঝাড়গ্রাম পৌঁছালে ঝাড়গ্রাম রেল স্টেশনে তাদের সংবর্ধনা জানান ঝাড়গ্রামের বহু মানুষ।

ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট স্পোর্টস কিক বক্সিং এসোসিয়নের এর সভাপতি তথা কিক বক্সিংয়ের কোচ অভিজিৎ রায় চৌধুরী বলেন,”কিক বক্সিং প্রতিযোগিতায় ৭ থেকে ২০ বছর বয়সের ঝাড়গ্রামের ছ’টি স্কুল ও দু’টি কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছিল ঝাড়গ্রাম জেলার পক্ষ থেকে।তারা খুব ভালো খেলেছে।ফলে ছ’টি স্বর্ণপদক,পাঁচটি রুপার পদক ও তিনটি ব্রঞ্চের পদক জয়লাভ করে।আগামী দিনে এরাই কিক বক্সিংয়ের জগতে ঝাড়গ্রামকে আরো এগিয়ে নিয়ে যাবে।


Share

dnews.in