Netai Incident : 13 বছর পার,তবুও CBI কিছুই করতে পারলো না!নেতাই নিয়ে ক্ষোভ কল্যানের

Share

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:

“১৩ বছর হয়ে গেল নেতাইয়ের ঘটনার ট্রায়াল শেষ করতে পারলো না সিবিআই।আসলে সিবিআই কিছুই করবে না।সিবিআই এর ওপরে কেন্দ্রের মন্ত্রী অমিত শাহ রয়েছে,প্রধান মন্ত্রীরা রয়েছে,তাঁদের নির্দেশ ছাড়া কিছুই করবে না”- রবিবার লালগড়ের নেতাই গ্রামে নেতাই শহীদ দিবসে শহীদ তর্পণে গেছে এমনই মন্তব্য করলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ ব্যানার্জি।

মূলত কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজনৈতিক দলের দলীয় প্রতীক ছাড়াই নেতাই শহীদ দিবস পালন করা হয়।নেতাই শহীদ স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।সেই অনুষ্ঠানে এইদিন উপস্থিতি ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি,রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার,রাজ্যের মন্ত্রী তথা ঝাড়গ্রামের বিধায়ক বীরবাহা হাঁসদা,বিধায়ক দুলাল মুর্মু এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার তৃণমূলের নেতৃত্বরা ও নেতাই শহীদ স্মৃতি রক্ষা কমিটির সদস্যরা।এইদিন নেতাই শহীদ বেদীতে কল্যাণ ব্যানার্জি সহ উপস্থিতি সকলেই মাল্যদানের মাধ্যমে শহীদ তর্পণ করেনএরপর ২০১১ সালের ৭ ই জানুয়ারি নেতাই এর ঘটনার প্রসঙ্গ তুলে মঞ্চে বক্তব্য রাখেন কল্যাণ ব্যানার্জি।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ই জানুয়ারি নেতাই গ্রামে সিপিএম নেতা রথীন দন্ডপাটের দোতলা বাড়ি থেকে প্রতিবাদী মানুষের উপর নির্বিচারে গুলি চালানোর ঘটনা ঘটেছিল।সেই নিরস্ত্র ওই জমায়েতে ছোঁড়া গুলিতে প্রান হারিয়ে ছিলেন ৪ মহিলা সহ ৯ জন এবং আহত হয়েছিলেন ২৮ জন।পরে রাজ্যে পালা বদলের পর নিহত পরিবারের সদস্যরা চাকরি পেয়েছেন।যদিও বিষয়টি এখনও আদালতের বিচারাধীন।


Share

dnews.in