
নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম :
মন্ডপের সামনে নাচতে থাকা মহিলাদের ওপর বাইক আরোহী দুষ্কৃতীদের তান্ডব। কটুক্তির পাশাপাশি মারধর করার হলো তাদের। এই ঘটনায় দোষীদের গ্রেপ্তার সঙ্গে উপযুক্ত শাস্তির দাবিতে পথ অবরোধে এলাকার মানুষজন। যদিও ঘন্টাখানেক অবরোধের পর পুলিশি আশ্বাসে উঠে অবরোধ।

কালীপুজোর মণ্ডপের সামনে নাচতে থাকা মহিলাদের মারধর করার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধে এলাকার বাসিন্দারাদের ঘটনাটি মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রাম শহরের গাইঘাটা এলাকার।জানা গিয়েছে,সোমবার রাত্রে গাইঘাটা এলাকার একটি কালীপুজোর মণ্ডপের বাইরে গান বাজিয়ে ঝাড়গ্রাম-মেদিনীপুর রাস্তার পাশে একটি নাচ করছিলেন এলাকার বেশ কয়েকজন মহিলা।সেই সময় ওই রাস্তা দিয়ে কয়েকটি বাইকে করে কিছু যুবক যাচ্ছিল। মহিলাদের দেখে দাঁড়িয়ে পড়েন এবং তাদের কটুক্তি করে বলে অভিযোগ।

মহিলারা প্রতিবাদ জানালে তারা চলে যায়।কিছুক্ষণ পরে প্রায় ১৫ জন যুবক হঠাৎ করে নাচতে থাকা মহিলাদের উপর চড়াও হয়।অভিযোগ, নার্সিং পড়ুয়া ১ কলেজ ছাত্রীকে ক্রিকেট খেলার উইকেট দিয়ে মারধর করা হয়।আক্রান্ত মহিলাদের চিৎকার শুনে এলাকার মানুষজন ছুটে আসে।এলাকার মানুষজন জমায়েত হতেই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে বাইকে আরোহী দুষ্কৃতীরা।এই ঘটনায় একটি বাইক আটক করে এলাকার বাসিন্দারা।নার্সিং পড়ুয়া অনামিকা মাহাতোকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে ভর্তি করেন চিকিৎসকরা।

অনামিকা বলেন,”আমরা গান চালিয়ে মন্ডপের বাইরে নাচ করছিলাম।সেই সময় কয়েকজন যুবক এসে আমাদেরকে অকথ্য ভাষায় কটুক্তি করতে থাকে। আমরা প্রতিবাদ করলে তারা পালিয়ে যায়।পরে বিশাল গ্রুপ বানিয়ে আমাদের উপর চড়াও হয়।আমাদের সঙ্গে নাচতে থাকা একটি দাদাকে মারধর শুরু করলে আমি ছাড়ানোর জন্য ছুটে যাই।আমাকে উইকেট দিয়ে আমার পায়ে মারে এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ের নিচে আঘাত করেছে।সোমবার মধ্যরাতেই পরিবারের পক্ষ থেকে ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ জানানো হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের মামলা রুজু করে মঙ্গলবার সকালেই একজনকে গ্রেফতার করে। এই ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত সহ সকলকে গ্রেপ্তারের দাবিতে দুপুরে ঝাড়গ্রাম-মেদিনীপুর রাস্তা অবরোধ করলেন এলাকার বাসিন্দারা।

অনামিকার বাবা সুজিত মাহাতো বলেন,এই “ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত সহ সকলেই যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে আমরা এই পথ অবরোধ চালিয়ে যাব”।এই পথ অবরোধের জেরে রাস্তার দু’পাশেই দাঁড়িয়ে পড়ে ঝাড়গ্রাম-মেদিনীপুরগামী বহু গাড়ি। সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষজনকে।এক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ এবং ঘন্টা দুয়েক অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে দেওয়া হয়।ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্য সুন্দর ভট্টাচার্য বলেন,”গতকাল রাতে অভিযোগ পাওয়ার পরেই তদন্ত নেমে একজনকে গ্রেফতার করা করেছে। এই ঘটনার সঙ্গে আরো কে কে জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।