School Programme: লাউদহ হাইস্কুলের দুদিনের হীরক জয়ন্তী উৎসব উপলক্ষ্যে বস্ত্র প্রদান ও রক্তদান শিবির

Share

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম :

অনুষ্ঠিত হলো ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের লাউদহ বিবেকানন্দ আঞ্চলিক আদিবাসী হাইস্কুলের দুদিনের হীরক জয়ন্তী উৎসব।এই উপলক্ষ্যে দুদিন ধরে বর্ণাঢ্য প্রভাত ফেরী সহ বিদ্য্যালয় প্রাঙ্গণে নানা ধরনের সাংস্কৃতিক ও সমাজকল্যাণ মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথম দিন বর্ণাঢ্য প্রভাত ফেরী শেষে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের সভাপতি শান্তনু পালোই এবং বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন পাত্র।

এরপর বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত মনীষী এবং প্রতিষ্ঠাতার মূর্তিতে মাল্যদান করেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক গণ ও অন্যান্য অতিথি বৃন্দ।সবাইকে স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন পাত্র।হীরক জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীপাঠ গোপীবল্লভপুর রাধাগোবিন্দ মন্দির ও মঠের মোহান্ত শ্রী শ্রী কেশবানন্দ দেব গোস্বামী।হীরক জয়ন্তী উপলক্ষ্য বিদ্যালয়ের নবনির্মিত ভবনের দ্বারোঘাটন করেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম।এই উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গনে ‘রিওয়ার্ড’ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।রিওয়ার্ডের সহযোগিতায় ৫০ জন দুঃস্থ মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয় এবং রিওয়ার্ড এর সহযোগিতায় আয়োজিত রক্তদান শিবিরে চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন।কর্মসূচি রূপায়ণে রিওয়ার্ড এর পক্ষে উপস্থিত ছিলেন কর্নধার রাখী ব্যানার্জী,সদস্য কাঞ্চন পট্টনায়ক সহ অন্যান্যরা।

দুদিনের এই অনুষ্ঠানে বিভিন্ন সময়ে বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের তিন প্রাক্তন প্রধান শিক্ষক পুলিন বিহারী পাত্র,পুলিন বিহারী পৈড়া,শুকদেব সাঁতরা, জেলা বিদ্যালয় পরিদর্শক শক্তিভূষণ গঙ্গোপাধ্যায়, শিক্ষানুরাগী আদিত্য কুমার পৈড়া,খড়্গপুর আই আই টির অধ্যাপক সোমনাথ ঘোষাল কাঁথি কলেজের অধ্যাপক প্রদীপ্ত পঞ্চধ্যায়ী,রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিমাংশু ঘোষ,ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের ব্রহ্মেশ্বরানন্দজী মহারাজ,ঝাড়গ্রাম জেলা পরিষদের সহ-সভাপতি ঝুনু বেরা,জেলা পরিষদ সদস্য কমলাকান্ত রাউৎ, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা, শিক্ষা কর্মধক্ষ্য কল্পনা দে,লাউদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান নন্দনা খাটুয়া,বি এম ও এইচ ডাঃ বাসব বিজয়ী শীট সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।দুদিন ধরে বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা ও অতিথি শিল্পীরা বাংলা ও সাঁওতালি ভাষায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করে। এন সি সি ক্যাডেটরা শৃঙ্খলাবদ্ধ প্যারেড এ অংশ নেয়। প্রাক্তনী পুনর্মিলন উৎসবে যোগ দেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকমন্ডলী ও প্রাক্তন ছাত্র ছাত্রীরা।দুদিনের অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন পাত্র।


Share

dnews.in