নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
রাতের অন্ধকারে JCB prelodar দিয়ে দোকান ভাঙচুরের ঘটনায় দোষী প্রোমোটার তড়িঘড়ি অভিযুক্ত প্রোমোটার কে বহিষ্কার করলো মেদিনীপুর ডেভলপার ও প্রোমোটার অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন সম্পাদক শান্তনু চক্রবর্তী বক্তব্য দোষী প্রোমোটারের বিরুদ্ধে পুলিশ কে সব রকম সাহায্য আমরা করব। আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে ওকে বহিষ্কার করলাম।
মেদিনীপুর শহরে কোতোয়ালি থানার নাকের ডগায় ঘটে গেল দুঃসাহসিক দুষ্কৃতি তাণ্ডব সেই তান্ডবের ভেঙে পড়েছে শহরের চারটি দোকান। ক্ষতি প্রায় কোটি টাকার।আর এই ঘটনায় সবাই অভিযোগের তোপ প্রোমোটারদের দিকে।যদিও মেদিনীপুর ডেভলপার ও প্রোমোটার অ্যাসোসিয়েশন এই বিষয়ে কড়া নিন্দা করেছে। এ বিষয়ে মেদিনীপুর ডেভলপার ও প্রোমোটার অ্যাসোসিয়েশনের সম্পাদক শান্তনু চক্রবর্তী কড়া নিন্দা করেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস ও দেন।এই ঘটনায় তড়িঘড়ি বৈঠক ডাকা হয় এবং সেই বৈঠকে মেদিনীপুরের এই প্রোমোটার অ্যাসোসিয়েশনের সদস্যরা অভিযুক্ত পারভেজের বিরুদ্ধে এফআইআর এবং দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানায়।সেই সঙ্গে যাতে এর সঙ্গে দোষী বাকিরা দ্রুত গ্রেপ্তার হতে পারে এবং শাস্তি হতে পারে তার সব রকম হেল্প প্রশাসনকে করবে বলে তার অঙ্গিকার করে।এইদিন বিকেল সন্ধ্যে নাগাদ তারা তাদের অ্যাসোসিয়েশন থেকে বহিষ্কার করে ওই অভিযুক্ত পারভেজ কিবরিয়াকে।
প্রসঙ্গত শনিবার গভীর রাতে কয়েকজন দুষ্কৃতি কে নিয়ে মেদিনীপুরের এক প্রোমোটার চড়াও হয় অরোরা সিনেমার পাশে কয়েকটি দোকানে।লোড শেডিং করে রাতের অন্ধকারে তারা তাণ্ডব চালায় এই দোকানগুলির উপর।দুপাশ থেকে জেসিবি দিয়ে ভেঙে ফেলা হয় দোকান ঘরগুলি। নষ্ট করা হয় কয়েক লক্ষ টাকার মালপত্র।এরই সঙ্গে অভিযোগ রয়েছে এই ঘটনার সময় দুষ্কৃতিরা হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখায় স্থানীয়দের।
মেদিনীপুর ডেভলপার ও প্রোমোটার অ্যাসোসিয়েশনের সম্পাদক শান্তনু চক্রবর্তী বলেন যিনি এই ভিন্নতম কাজ করেছেন তাকে আমরা সমর্থন করি না।মেদিনীপুরে এই ধরনের কালচার ছিল না। আমরা পুলিশকে সব রকম সাহায্য করবো।আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।