Silda College:শিলদা কলেজে সাত দিনব্যাপী শুরু হলো এন এস এস-এর বিশেষ শীতকালীন শিবির

Share

নিজস্ব সংবাদদাতা শিলদা:

শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ে শুরু হয়ে গেল সাত দিনের বিশেষ শীতকালীন শিবির।শুক্রবার ছিল এই শীতকালীন শিবিরের প্রথম দিন।মহাবিদ্যালয়ের সভাকক্ষে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শিবিরে শুভ সূচনা হয়।

মূলত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড: সুশান্ত দোলাই, ইতিহাস বিভাগের অধ্যাপক এনএসএস অ্যাডভাইজারি কমিটির সদস্য অধ্যাপক শক্তিপদ শিট,এছাড়াও এনএসএস এর দুই প্রোগ্রাম অফিসার অধ্যাপক ড: সুশান্ত দে এবং অধ্যাপক ফটিক চন্দ্র অধিকারী।এই প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন বিনপুর -২ ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক সুমন ঘোষ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্প্রীতি মণ্ডল মল্লিক।এই অনুষ্ঠানে ৯০ জন স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। শীতকালীন বিশেষ শিবিরে মোট ৪৫ জন স্বেচ্ছাসেবকদের নিয়ে কলেজের দত্তক গ্রাম রাজার বাঁধে সাত দিনব্যাপী শীতকালীন বিশেষ শিবিরটি পরিচালিত হবে।শিবিরের উদ্বোধক হিসাবে ব্লক উন্নয়ন আধিকারিক সুমন ঘোষ এনএসএস এর এই কর্মসূচির প্রশংসা করেন।

তিনি পঞ্চায়েত প্রধানকে এই কাজে সাহায্য করার নির্দেশ দেন ।ছাত্র-ছাত্রীদের এনএসএস-এর সঙ্গে যুক্ত হওয়ার উপযোগিতা সম্বন্ধে জানান এবং তিনি এনএসএসের যেকোনো কাজে সাহায্য করার কথা বলেন।এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে সকল অতিথিদের ধন্যবাদ জানান এনএসএস প্রোগ্রাম অফিসার অধ্যাপক ডক্টর সুশান্ত দে। দ্বিতীয় দিনে বিশিষ্ট বক্তাদের বক্তব্যের মধ্য দিয়ে পালিত হল কলেজের শীতকালীন শিবির।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in