প্রজেক্ট নিয়ে বন্ধুদের গল্পের মাঝে ঢুকলো বাইক! মৃত 1 আহত 3

Share

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম :

বন্ধুদের সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে স্কুলের প্রজেক্ট পেপার নিয়ে আলোচনা করছিলেন এক স্কুল পড়ুয়া। হঠাৎ করে বাইকের ধাক্কায় কেড়ে নিল তার প্রাণ। ঘটনাটি বেলিয়েবেড়া থানার অন্তর্গত কাঁঠালিয়া গ্রামের।এই ঘটনায় আহত বাকি তিনজনের চিকিৎসা চলছে হাসপাতালে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্থ বাইক নিয়ে গেল পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত স্কুল পড়ুয়ার নাম জয়দীপ দন্ডপাঠ (১৭)। বাড়ি নয়াগ্রাম থানার অন্তর্গত ফুলবনি গ্রামে।ছোট থেকেই পড়াশোনার সূত্রে বেলিয়াবেড়া থানার অন্তর্গত কাঁঠালিয়া গ্রামে মামা বাড়িতে থাকত জয়দীপ।এখন মহাপাল শ্রী বিদ্যাপীঠ হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র সে।গত সোমবার সন্ধ্যাবেলায় কাঁঠালিয়া গ্রামের মধ্যেই রাস্তার পাশে দাঁড়িয়ে ৫ থেকে ৬ জন বন্ধু স্কুলের প্রোজেক্ট পেপার সম্পর্কে আলোচনা করছিলেন।সেই সময় বনডাহির দিক থেকে একটি বাইক আরোহী নারাণপুরের দিকে যাচ্ছিল।নারাণপুরের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুল পড়ুয়ারাদের সজোরে ধাক্কা মারে।এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতরভাবে জখম হন।ওই স্কুল পড়ুয়ারা এবং বাইকে বসে থাকা এক মহিলা ও বাচ্চা সহ বাইক নিয়ে পড়ে যান ওই বাইক আরোহী।এরপরই ঘটনাস্থল থেকে দু’জন স্কুল পড়ুয়ার কে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় ঝাড়গ্রাম গভর্মেন্ট মেডিকেল কলেজও হাসপাতালে।

হাসপাতালে নিয়ে আসা হলে জয়দীপের অবস্থা আশঙ্কার জনক থাকায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়।পরিবারের সদস্যরা বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার আগেই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়ে যায় জয়দীপের। জয়দীপের সঙ্গে হাসপাতলে নিয়ে আসা পড়ুয়া অমিত ধাওড়িয়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এই ঘটনার খবর পাওয়ার পর বেলিয়াবেড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাইকটিকে উদ্ধার করে নিয়ে যায়।মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে দেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়

জয়দীপের মামা ঝন্টু ধাওড়িয়া ও প্রদীপ ধাওড়িয়া বলেন ,”স্কুলের প্রজেক্ট পেপার নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে জয়দীপ গল্প করছিল।সেই সময় হঠাৎ করে এক বাইক আরোহী এসে তাদেরকে ধাক্কা মারে।ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।জয়দীপ ও আরও একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে আমরা ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসি। জয়দীপ মাথায় গুরুতর অভাবে আঘাত পেয়েছিল।জয়দীপ কে বাইরে নিয়ে যাওয়ার জন্য আমরা ব্যবস্থা করছিলাম তার মধ্যেই সে মারা যায়”।


Share

dnews.in