নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
মহালয়ায় দিনে গান্ধী ঘাটের পিতৃতর্পনের উদ্দেশ্যে ভিড় জমালো মেদিনীপুরের মানুষজন।ব্রাহ্মণ দিয়ে মন্ত্র পাঠের মধ্য দিয়ে পূর্ব পুরুষদের জল দান করলেন তারা।এরই মধ্যে দিয়ে শেষ হলো পিতৃপক্ষের,সূচনা হল দেবীপক্ষের। পুরুষ মহিলা মিলে কয়েক হাজার মানুষের সমাগম গান্ধীঘাট সংলগ্ন এলাকায়।
বুধবার ছিল মহালয়া।মূলত এই মহালয়ার দিনে বিভিন্ন জলাশয় নদীর ঘাটে ঘাটে পিতৃতর্পনের উদ্দেশ্যে জড়ো হন এলাকার মানুষজন।তারা তাদের পূর্বপুরুষদের জল দান করে দর্পণ করেন ঘাটে।এই দিনও এরকম ছবি দেখা গেল মেদিনীপুর সংলগ্ন গান্ধীঘাটের কাঁসাই নদীর ধারে। মেদিনীপুর শহর জেলা সহ বিভিন্ন জেলর মানুষজনের ভোরবেলা থেকে উপস্থিত ঘাটে ঘাটে।এরপর তারা ঘাটে নদীতে নেমে পিতৃতর্পণ করেন তাদের পূর্ব পুরুষের উদ্দেশ্যে।রীতিমত ব্রাহ্মণ দিয়ে মন্ত্র পাঠ,জলদান করে পূর্বপুরুষদের স্মরণ করা হয়।এই পিতৃতর্পণ দেখতে অনেকে ভিড় জমান এই গান্ধী ঘাটে।প্রসঙ্গত,মহালয়ার মধ্য দিয়ে শেষ হলো পিতৃপক্ষের অবসান এরপর শুরু হবে দেবিপক্ষের সূচনা।আর যা থেকে শুরু হয়ে যাবে পুজোর মরশুম।প্রথমা, দ্বিতীয়, তৃতীয়া,চতুর্থীর পর ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং বিজয়া দশমীর দ্বারা শেষ হবে এবারের দুর্গাপুজো।