নিজস্ব প্রতিনিধি পুরুলিয়া:
আবারও রাজ্য সরকারের বিরুদ্ধে বিরুপ মন্তব্য রাজ্যেরই মন্ত্রী শ্রীকান্ত মাহাতর।গত কয়েকদিন আগে পুরুলিয়ায় কুড়মি সমাজের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মন্ত্রী।সেখানে কুড়মি সমাজের মানুষদের আন্দোলনমুখী হওয়ার আহ্বান জানিয়ে রাজ্য সরকারের কুড়মি ডেভেলপমেন্ট বোর্ড কেই একহাত নেন শালবনীর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কুড়মি সম্প্রদায়ভুক্ত শ্রীকান্ত মাহাত। যদিও এই নিয়েই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পড়ে জেলা জুড়ে।
লোকসভা ভোটের মুখে ফের উল্টো পথে হাঁটা শুরু করল রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো,প্রকাশ্য সভায় বলতে শোনা গেল এই সরকার কুড়মি জাতিদের ৭৫ বছর ধরে শুধু ছাট দিয়েছে,আসল মাংসটা তারাই খেয়েছে।এর জন্য বহুবার আমি প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ স্বরূপ আমি মন্ত্রিত্ব হারিয়েছি।যা নিয়ে শোরগোল গোটা জেলা জুড়ে।ঘটনা ক্রমে জানা যায় গত কয়েকদিন আগে পুরুলিয়ায় কুড়মি সমাজের একটি সভায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো।সেইখানে বক্তব্য রাখতে গিয়েই তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন,”রাজ্য সরকারের ব্যাপারে আমাকে যেখানে বলতে বলবেন যেখানেই আমি বলি।সব জায়গায় বলি, কিন্তু রাজনৈতিক দলের একটা প্যাটার্ন তারা তো অন্য জায়গায় বিলং করে।তারা অনেক কথা শোনে,অনেক কথা শোনেনা।কখনও কুড়মি ডেভেলপমেন্ট বোর্ড, কখনও কুড়মালি ভাষা,কখনও সার্না ধর্ম।তারা ছাট দিতে চায়,ছাট দিয়ে ভোলাতে চায়।আমাদের ভুলিয়ে আসল মাংসটা খেতে চায় ওরা।ভুলিয়ে ভুলিয়ে ৭৫ বছর তারা খাচ্ছে।এই নিয়ে বহুবার প্রতিবাদ করতে গিয়ে আমি পশ্চিমাঞ্চল মন্ত্রিত্ব হারিয়েছি। তিনি কর্মীদের উদ্বুদ্ধ করে বলেন আমরা যাতে ছাট না খাই,আমরা যাতে আসল জিনিসটা পাই তার জন্য কিন্তু লড়াই করতে হবে। এই সভার পরই তিনি বেরিয়ে যান।এই ঘটনার পরই শোরগোল পড়ে যায় গোটা রাজ্যজুড়ে।
যদিও এই বিষয়ে শ্রীকান্ত মাহাতের এই মন্তব্যের বিষয়ে তাকে জানতে চাওয়া হলে তিনি বলেন,”এইসব ছোটখাটো বিষয়”বলে এড়িয়ে যান।
অন্যদিকে এ বিষয়েই কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির জেলা সহ-সভাপতি শংকর গুছাইত বলেন শ্রীকান্ত মাহাতো নিজের গ্রামেই ভোট পান না,পান না সম্মান।যদি ওনার ক্ষমতা থাকে তাহলে CRI Justification Report রিপোর্ট পাঠাক কেন্দ্র সরকারকে।আর এসব বুলিয়া আওড়ানো বন্ধ করুন। উনি দল থেকে বিচ্যুত হয়েই এইসব মন্তব্য করে বেড়াচ্ছেন।
যদিও এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন শ্রীকান্ত মাহাতো তাদেরই দলের একটি একজন মন্ত্রী।যদিও এই রেকর্ডিং বা ভিডিও তে কি বলেছেন সেই সম্পর্কে তিনি অবগতি নন l।তাই তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না জেনে শুনে।