নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন,চার বছরের গ্রাজুয়েশন কোর্সের পরিকাঠামো চালু সহ কয়েক দফা দাবিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অভিযান করল বাম ছাত্র সংগঠন SFI।এদিন এই অভিযানের নেতৃত্বে দিয়েছিলেন লড়াকু বাম নেত্রী ঐশী ঘোষ। এদিন তাদের শতাধিক ছাত্র বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় গেটের সামনে বসে অবস্থান বিক্ষোভ করেন। এই অভিযান ঘিরে পুলিশ ছিল সতর্ক সচেতন। বিশাল পুলিশবাহিনী রাখা হয় বিশ্ববিদ্যালয় এর চত্বরে। রাখা হয় মহিলা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কনস্টেবল। যদি ওই দিন এসএফআই নেতৃত্ব প্রথম থেকেই চাঁচাছোলা ভাষায় কটাক্ষ করেন কেন্দ্র ও রাজ্য কে।