Madhyamik Result:70 দিনের মাথায় চলতি মাধ্যমিকের ফল প্রকাশ!তাকিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীরা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিল ৯,৮৪,৮৯৪ জন।এ বছরের মাধ্যমিক শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফল ঘোষণা করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। মে মাসের শুরুতেই ঘোষিত হবে ফলাফল।

অবশেষে ফল প্রকাশ হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার।এ বছরের মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে আগামী ২ মে।পর্ষদের তরফে সকাল ৯টা নাগাদ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করা হবে। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পর্ষদের ওয়েবসাইট ছাড়াও পরীক্ষার্থীরা বেশ কিছু মোবাইল অ্যাপ মারফতও তাদের ফলাফল জেনে নিতে পারবে। এর পর পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে সকাল ১০টা থেকে পরীক্ষার্থীদের মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করা হবে।

চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার জন্য নাম নথিভূক্ত করেছে ৯,৮৪,৮৯৪ জন। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি। রাজ্য জুড়ে মোট ২,৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষায় ‘কাস্টডিয়ান’ ছিলেন ৪২৩ জন।মাধ্যমিকের প্রথম দিন ছিল প্রথম ভাষার পরীক্ষা। পরীক্ষা শুরু হয় ১১টা থেকে। শেষ হয় দুপুর ২টো নাগাদ। গত বছরের মতো এ বছরেও কড়া নজরদারিতে পরীক্ষার আয়োজন করা হয়। মোবাইল বা ইলেক্ট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে প্রবেশ নিষিদ্ধ ছিল। গত বছর এই কারণে ১৪৫ জনের পরীক্ষা বাতিল হয়েছিল।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in