AIJASC Deputation: ডাক্তার সরেনের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে জেলাশাসক কে ডেপুটেশন জন অধিকার সুরক্ষা কমিটির

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

ডাক্তার সরেনের আবগারি দপ্তরের হেফাজতে মৃত্যুর সঠিক তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি এবং পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ,এক জনের সরকারি চাকরির দাবিতে জেলাশাসক দপ্তরে জন অধিকার সুরক্ষা কমিটির ডেপুটেশন।

গত ১৯ শে আগস্ট ডেবরা থানা আবগারি দপ্তরের হেফাজতে আটক অবস্থায় ডাক্তার সরেন(৩০) এর রহস্যজনক মৃত্যু ঘটে।এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবিতে এইদিন অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি(AIJASC) পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের নিকট ডেপুটেশন দেওয়া হয়। নেতৃত্ব দেন AIJASC কমিটির পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বঙ্কিম মুরমু,বুদ্ধেশ্বর সরেণ,সুনীল সরেণ সহ এক প্রতিনিধি দল।তারা জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।এই বিষয়ে বঙ্কিম মুরমু জানান,”ডাক্তার সরেনকে আবগারি দপ্তর তুলে নিয়ে তাদের হেফাজতে থাকা অবস্থায় আক্রমণের ফলেই এই মর্মান্তিক মৃত্যু ঘটেছে।ডাক্তার সরেণের পরিবার এবং এলাকাবাসী অভিযোগ করেছেন ব্যাপক মারধরের কারণেই যুবকের মৃত্যু ঘটেছে।

তাদের এও অভিযোগ,”প্রথমে আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে।এরপর অবস্থার অবনতি ঘটতে থাকায় মেদিনীপুর মেডিকেল কলেজের স্থানান্তরিত করা হয়।পরে আশঙ্কাজনক অবস্থায় অন্যত্র নিয়ে যাওয়ার পথেই ডাক্তার সরেনের মৃত্যু ঘটে।” আবগারি পুলিশ আবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ফিরিয়ে এনে পোস্টমর্টেম করে।আবগারি দপ্তরের কর্মীদের দায়িত্ব জ্ঞানহীনতায় এই মর্মান্তিক হৃদয় বিদারক মৃত্যুর ঘটনা ঘটে।আবগারি দপ্তরের হাতে আটক থাকা অবস্থায় ডাক্তার সরেনের মৃত্যু ঘটেছে।আবগারি দপ্তর এর দায় এড়াতে পারে না।কেবল তাই নয়,হেফাজতে থাকা কালীন আহত হওয়া পরপর দুটি সরকারি হাসপাতালে তাদের হেফাজতেই চিকিৎসাধীন থাকা এবং মৃত্যুর ঘটনা ঘটছে।

এরপর মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে আবগারি দপ্তরের লোকেরা ঘুরপথ দিয়ে ঘুরে শেষে কেবল শববাহী গাড়ির ড্রাইভারকে দিয়ে মৃত ডাক্তার সরেনের দেহ তার বাড়ীতে পাঠিয়ে দেয়!কি কারনে এত লুকোনোর চেষ্টা তাদের? খুব স্বাভাবিকভাবেই বাড়ির লোকেদের আশঙ্কা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে কি পোস্টমর্টেমের হয়েছে তা জানা না থাকায় তারা মৃতদেহ দাহ না করে মাটি চাপা দিয়ে রেখেছেন।স্বাভাবিকভাবেই অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি(AIJASC)

পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে দাবি করা হয়:
১) এই ঘটনার সঙ্গে যুক্ত আবগারি দপ্তরের কর্মীদের অবিলম্বে সাসপেন্ড করতে হবে।
২) নিরপেক্ষ তদন্ত করে ঘটনার সঙ্গে যুক্ত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
৩) ডাক্তার সরেনের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

৪) ৩০ বছর বয়সী সক্ষম উপার্জনশীল ডাক্তার সরেনের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিতে হবে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in