Divorce:সহবাস করলেই 5000 করে টাকা দিতে হবে! তরুণীর দাবিতে বিবাহ বিচ্ছেদের মামলা চেয়ে থানার দ্বারস্থ যুবক

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

সংসার করার জন্য পারিশ্রমিক চাই তরুণীর।টাকা না পেলেই বাড়িতে বেধে যায় তুলকালাম কাণ্ড।এমনটাই অভিযোগ করেছেন বেঙ্গালুরুর এক সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার।তিন বছর আগে বিয়ে করেছেন তিনি। কিন্তু সংসারে সুখশান্তি নেই। তরুণের সঙ্গে সহবাসের জন্য প্রতি দিন তাঁর কাছে ৫ হাজার টাকা করে দাবি করেন তাঁর স্ত্রী। টাকা না দিলেই শুরু হয় অশান্তি।এমনকি,তরুণ বাড়ি থেকে কাজে বসার সময় যখন মিটিং করেন,তখন স্ক্রিনের সামনে এসে সহকর্মীদের সামনে নাচ করতে শুরু করে দেন তাঁর স্ত্রী। সহ্য করতে না পেরে বিবাহবিচ্ছেদ চেয়েছেন তরুণ। থানায় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগও জানিয়েছেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর,তরুণের নাম শ্রীকান্ত। বেঙ্গালুরুর এক বেসরকারি সংস্থায় সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেন তিনি। গত ২০২২ সালে বিয়ে করেন।শ্রীকান্তের অভিযোগ,বিয়ের পর থেকেই কারণে-অকারণে ঝামেলা করতেন তাঁর স্ত্রী।তরুণীর পরিবারও সব বিষয়েই তাঁদের কন্যাকে সমর্থন করেন বলে দাবি শ্রীকান্তের।তিনি জানান, ব্যক্তিগত সম্পর্কের ছাপ পড়ে তাঁর পেশাগত জীবনেও।শ্রীকান্তের অভিযোগ, তিনি যখন বাড়ি থেকে কাজ করার সময় অনলাইনে কোনও মিটিং করেন তখন তাঁর স্ত্রী চিৎকার-চেঁচামেচি করা শুরু করেন।শ্রীকান্তের মিটিং চলাকালীন জোরে জোরে গান বাজিয়ে দেন তাঁর স্ত্রী।স্ক্রিনের সামনে গিয়ে নাচ করতেও শুরু করে দেন তরুণী।

শ্রীকান্তের অভিযোগ,একসঙ্গে থাকার জন্য নাকি তাঁর কাছে টাকা চান তরুণী।এমনকি স্বামী-স্ত্রী সহবাসের জন্য প্রতি দিন ৫ হাজার টাকা শ্রীকান্তের কাছে চান তাঁর স্ত্রী। তরুণের আরও দাবি, বিয়ের পর তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা হতে চান না। সন্তান জন্ম দেওয়া নিয়ে অবাক করা দাবি স্ত্রীর।সন্তানের জন্ম দিলে তরুণীর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তাই সন্তান দত্তক নেওয়ার প্রস্তাব দিয়েছেন ওই তরুণী। শ্রীকান্তের অভিযোগ,তাঁর উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করেন তাঁর স্ত্রী।নিত্য অশান্তি সহ্য করতে না পেরে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীকান্ত। তাঁর স্ত্রী নাকি শ্রীকান্তের কাছে ক্ষতিপূরণ হিসাবে ৪৫ লক্ষ টাকা দাবি করেছেন।তা না দিলে আত্মহত্যা করবেন এমন হুমকিও নাকি শ্রীকান্তকে দিচ্ছেন তরুণী।

বেঙ্গালুরুর এক থানায় তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শ্রীকান্ত।তাঁর স্ত্রীর দাবি, এ সব অভিযোগই মিথ্যা। শ্রীকান্তের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in