
নিজস্ব প্রতিনিধি,বেলদা:
ফের জাতীয় সড়কে দুর্ঘটনা,এবার একটি লরির সঙ্গে প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো চার ব্যাক্তি। যদিও এই ঘটনায় পুলিশ তদন্তে এসে লরি চালককে আটক করে খতিয়ে দেখছে। অন্যদিকে মৃতদেহে বার করতে গ্যাস কাটার ব্যবহার করে পুলিশ প্রশাসন।

খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা।প্রাইভেট স্করপিও গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল চারজনের।দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকালে খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের বেলদা থানার রানী সরাই এলাকায়। ঘটনাক্রমে জানা যায় এদিন বেলদার দিক থেকে একটি প্রাইভেট গাড়িতে করে চারজন দীঘার দিকে দিকে যাচ্ছিল।সেই সময় প্রাইভেট স্করপিও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের এক লেন থেকে অন্য লেনে চলে যাওয়ায় দাঁতনের দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় গাড়িতে থাকা ওই চার গাড়ি সওয়ারি।প্রত্যক্ষদর্শীরা জানালেন ” স্করপিও গাড়িটি দ্রুত গতিতে উড়িষ্যার দিকে যাচ্ছিল। সেই সময় বেলদা থানার রানী সরাই গ্রাম পঞ্চায়েত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের এক লেন থেকে অন্য লেনে চলে যাওয়ায় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

যার ফলে ঘটে এই ভয়ংকর মর্মান্তিক দুর্ঘটনা।এই দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় স্করপিও গাড়িটির সামনে অংশ।গাড়ির সামনের ভাঙ্গা অংশে চাপা পড়ে মৃত্যু হয় চার জনের।এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ।দুর্ঘটনা গ্রস্থ প্রাইভেট স্করপিও গাড়িটি ক্রেন দিয়ে উদ্ধার করে ইলেকট্রিক কাটার দিয়ে কেটে উদ্ধার করা হয় ওই চার ব্যক্তির মৃতদেহ।পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই চার ব্যাক্তি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এলাকার বাসিন্দা। বাড়ি থেকে বেরিয়ে দীঘার উদ্দেশ্যেই রওনা দিয়েছিল ওই চার জন।মাঝ পথে বেলদা থানার রাণীসরাই গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই চারজনের।পুলিশ জানিয়েছে মৃত এক ব্যক্তির নাম অতনু গুহ বাড়ি আসানসোল।বাকি তিন জনের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্থ প্রাইভেট গাড়িটিকে উদ্ধার করেছে বেলদা থানার পুলিশ একই সঙ্গে আটক করা হয়েছে লরি গাড়িটিকে।

এই বিষয়ে স্থানীয় কবিতা রানা বলেন আমরা এসে দেখলাম এই ভয়ংকর দুর্ঘটনা ঘটে গিয়েছে।এখানে দোষ হচ্ছে এই স্করপিও গাড়ির মালিকের।কারণ ও অন্য রাস্তা থেকে এ রাস্তায় ঢুকে যাওয়াই এই বিপত্তি ঘটে।তবে বিকট আওয়াজে আমরা দৌড়ে আসি রাস্তায়।যদিও লরিচালক তার নিজ পথে আসছিলেন।তবে কেউ বেঁচে নেই বলে মনে হয়।যদিও এক পুলিশ আধিকারিক এর মতে এক্ষেত্রে ঘটনায় স্করপিও ড্রাইভারই দোষী কিন্তু কি কারণে তা এখনই বলা সম্ভব নয়।প্রাথমিক অনুমান ড্রাইভার ঘুমিয়ে যাওয়ার কারণে হতে পারে।