
নিজস্ব প্রতিনিধি,দাঁতন:
কাশ্মীর ঘটনার মাঝে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের উঁচুডিহাতে আকাশ থেকে পড়লো বোমা,কাঁপলো এলাকা।এই বোমা আতঙ্কে চাঞ্চল্য এলাকায়। যদিও বায়ু সেনার তরফ থেকে জানিয়ে দেওয়া হয় এরকম কোন মহড়া চলছে না তাদের এই এলাকায়।

সোমবার সকালে দাঁতনের উঁচুডিহা এলাকায় নমিতা দে নামে মহিলার বাড়ির পুকুরে আকাশ থেকে কিছু পড়ে ফেটে যায়।আর তাতেই এলাকায় ধোঁয়া সৃষ্টি হয় এমনটাই জানাচ্ছেন বাড়ির লোক ও এলাকাবাসীরা।আর এই খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।এলাকাবাসীরা জানাচ্ছেন সোমবার সকালে এই এলাকায় বায়ুসেনার মহড়া দিতে প্লেন তারা বারবার আকাশ পথে যাতায়াত করতে দেখেছেন। হয়তো বা ওই মহড়া চলাকালীন কিছু হয়তো পড়ে এমন ঘটনা ঘটেছে বলে দাবি করছেন এলাকার মানুষজনের।তবে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দাঁতন থানার পুলিশ।পুলিশ পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে পাশাপাশি পুলিশের তরফ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার স্থানীয় বায়ু সেনা ঘাঁটি কলাইকুন্ডাতে ইতিমধ্যে খবর পাঠানো হয়েছে।যে এমন কোন ভুলবশত ঘটনা তাদের ঘাঁটি থেকে ঘটেছে কিনা তা জানার জন্য।

পাশাপাশি ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে এয়ার ফোর্স ও বোম স্কোয়াড কে।পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। এয়ারফোর্স থেকে এলে পুরো বিষয়টি আরোও ভালো হবে খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে। যদিও শেষ পর্যন্ত পুলিশি সূত্রে খবর বায়ু সেনাকে খবর পাঠানো হয়েছিল।বায়ুসেনার তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সেরকম কোন মহড়া বা কিছুই হয়নি।তবে বিষয়টা এখনো পর্যন্ত তদন্ত চলছে।