Road Blocked:BLO নোটিশ নিয়ে হয়রানি করছে!টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ ভোটারদের

Share

চন্দ্রকোণা 18 ই জানুয়ারি:

SIR এর হয়রানির অভিযোগ তুলে টায়ার জ্বালিয়ে চন্দ্রকোণায় রাজ্যসড়ক অবরোধ বিক্ষোভ ভোটারদের একাংশের।পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। যদিও এ নিয়ে ভোটাররা বিক্ষোভ করলেও blo বলেছেন আমার কোন দোষ নেই, কমিশন থেকে যেমন নির্দেশ আসবে তেমনি জানাতে পারবো।

SIR -এর হয়রানির অভিযোগ তুলে চন্দ্রকোণার ছত্রগঞ্জে শ্রীনগর -চন্দ্রকোণা রাজ্যসড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পথ অবরোধে সামিল হয় ভোটারদের একাংশ।ভোটারদের দাবি,বিএলও তাদের শুক্রবার জানায় শুনানির নোটিস ইস্যু হয়েছে,ডাক পড়বে শুনানিতে।যদিও এখনও পর্যন্ত বিএলও কোনো ভোটারকে নোটিস দেননি বলে তিনি জানিয়েছেন।তবে বিএলও স্বীকার করেছেন,বিডিও অফিস থেকে তাকে বৃহস্পতিবার জানানো হয় তার বুথ ছত্রগঞ্জ ১১০ নম্বর বুথের ৬৬৭ জন ভোটারের মধ্যে ২৫৭ জনের নামে নোটিস ইস্যু হয়েছে।তা জানতে পেরে বুথের কিছু ভোটারদের মৌখিকভাবে জানানো হয়।তাতেই ভোটাররা প্যানিক হয়ে এসব করতে পারে বলে তিনি বলেন।এই ভোটাররা শনিবার সকালে পথ অবরোধ করে বুথের বিএলও’র বাড়ির সামনে।

রাজ্যসড়কের ধারেই বাড়ি বিলএওর।অবরোধের আগে ভোটাররা বিএলও মিঠু গুছাইত বেরার বাড়িতে গিয়ে শুনানি কিসের জন্য তার কৈফিয়ত চান এবং কাজ থেকে ইস্তফা দেওয়ারও দাবি জানানো হয় বলে দাবি বিএলও’র।এরপরই ভোটাররা বিএলও’র বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পথঅবরোধ করে।প্রায় একঘন্টা অবরোধ চলে,এই ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্যসড়ক।ঘটনাস্থলে চন্দ্রকোণা থানার ওসি সমেত পুলিশ পৌঁছে কথা বলে অবরোধকারীদের সাথে।পুলিশের হস্তক্ষেপে উঠে অবরোধ।

বিক্ষোভ কারি শেখ পরকেশ,সাকির আলী খা রা দাবি করেন”বিএলও নোটিস না দিলেও তার আগে আমাদের বেশ কয়েকটি পরিবারকে একটি আবেদনপত্র দিয়ে বলে তা পুরন করে জমা করতে।পরে আবার তা জমা করতে বারণও করে দেয়।এরপরই বলা হয় এত জনের নোটিস হবে।এতেই হয়রানির অভিযোগ তুলে এদিন রাজ্যসড়ক অবরোধ করে ভোটারদের একাংশ।”এই বিষয়ে বিএলও মিঠু গুছাইত জানান,আমার বাড়িতে এসে কৈফিয়ত চাওয়া হচ্ছে এতে আমার কি দোষ।আমি এনিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।আমার নিরাপত্তার দিকটি দেখার জন্যও বলেছি।’


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in