
চন্দ্রকোণা-(২) 27 সে জানুয়ারি:
চন্দ্রকোণা-২ ব্লক বিডিও অফিস শুনানি কেন্দ্রে শুনানির লাইনে হাজারের উপর ভোটারের লাইন।লাইন সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পুলিশে।শুনানি কেন্দ্রে মোতায়েন বিশাল পুলিশ,লাইন সামাল দিতে আনা হয়েছে পুলিশের উইনার্স টিম।এরই মাঝে চন্দ্রকোণা-২ বিডিও অফিস শুনানি কেন্দ্র পরিদর্শন করলেন স্পেশাল অবজার্ভার।

শুনানি নিয়ে দফায় দফায় উত্তেজনার মাঝেই চন্দ্রকোনায় স্পেশাল অবজার্ভারের পরিদর্শন।মূলত এখন চলছে SIR শুনানি।চন্দ্রকোনায় লাইনে দাঁড়ানো ভোটারদের কয়েকজন করে ঢোকানো হচ্ছে শুনানি কেন্দ্রের ভিতরে আর এতেই চন্দ্রকোণা-২ বিডিও অফিস শুনানি কেন্দ্রে দেখা দেয় উত্তেজনা।কেন্দ্রের বাইরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের কে আগে কে পরে প্রবেশ করবে শুনানি কেন্দ্রে?লাইনে না থেকেও লাইনের বাইরের লোক শুনানি কেন্দ্রে প্রবেশ করে ফেলছে।এমনই একাধিক হয়রানির অভিযোগে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা ক্ষিপ্ত হয়ে উঠে।যদিও শুনানি কেন্দ্রের গেটে মোতায়েন চন্দ্রকোণা থানার পুলিশ।ভিড় সামলাতে হিমশিম খেতে হয় চন্দ্রকোণা থানার পুলিশকে।মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ।শুনানি উপস্থিত হয়ে ভিড় সামাল দিতে দেখা যায় থানার ওসিকে।

সংশ্লিষ্ট এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘাটাল থেকে চন্দ্রকোণার এই শুনানি কেন্দ্রে ডাকা হয় মহিলা পুলিশের উইনার্স টিমকে।শুনানির লাইন সামলাতে গিয়ে তাদেরও হিমশিম খেতে হয়।দফায় দফায় পুলিশের সাথেও বচসায় জড়িয়ে পড়ে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা।সকাল থেকে ঠাঁই লাইন দাঁড়িয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ভোটাররা।এসবের মধ্যেই চন্দ্রকোণা-২ বিডিও অফিস শুনানি কেন্দ্র পরিদর্শনে যান নির্বাচন কমিশনের স্পেশাল অবজার্ভার সাথে ছিলেন ঘাটালের মহকুমাশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় ও ব্লকের বিডিও উৎপল পাইক। এই বিষয়ে বিডিও বলেন বিধানসভা ভিত্তিক স্পেশাল অবর্জাভার ভিজিট করছেন শুনানি কেন্দ্রগুলি।চন্দ্রকোণা বিধানসভার আমার ব্লক ভিজিট করলেন।কিছু কেস খতিয়ে দেখলেন,তাতে উনি সন্তুষ্ট হয়েছেন।’

এই শুনানি কেন্দ্রে ভিড় ও দফায় দফায় উত্তেজনা প্রসঙ্গে বিডিও বলেন,’এদিন ব্লকের ১৩৫০ জন ভোটারকে শুনানির জন্য ডাকা হয়েছে।সময়ের মধ্যে আমাদের কাজ শেষ করতে হবে।মানুষের হয়রানি হচ্ছে ঠিকই।আমরা সময় ভাগ করে নোটিস দিয়ে ডেকেছিলাম।কিন্তু সবাই একসাথে একই সময়ে চলে আসায় ভিড় সামাল দিতে সমস্যা হচ্ছে।’শুনানির লাইনে অশান্তি উত্তেজনার খবরে শুনানি কেন্দ্রে হাজির হন চন্দ্রকোণা বিধানসভার তৃণমূল বিধায়ক অরুপ ধাড়া।লাইনে দাঁড় করিয়ে সাধারণ মানুষকে হয়রানির দায় বিজেপি ও নির্বাচন কমিশনের ঘাড়ে চাপিয়েছেন তৃণমূল বিধায়ক।

পাল্টা ভোটারদের হয়রানির দায় তৃণমূল ও তার সরকারের কর্মীদের উপর চাপিয়েছে বিজেপি। যদিও এই মুহূর্তে শেষ পর্যায়ে শুনানি চলছে কেন্দ্রগুলিতে।