Suvendu Adhikari:ফের শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা,থানায় 5 ঘন্টা ধর্না অবস্থান বিরোধী দলনেতার!তৃণমূল বললো হতাশার বহিঃপ্রকাশ

Share

চন্দ্রকোনা 10 ই জানুয়ারি:

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকায় সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।অভিযোগ,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুরুলিয়া থেকে ফিরবার পথে রাত্রি সাড়ে আটটা নাগাদ চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে তাঁর গাড়ি এলে, কিছু দুষ্কৃতী, তার গাড়ির উপরে মোটা লাঠি, বাঁশ ইত্যাদি নিয়ে হামলা চালায়।এই অতর্কিত আক্রমণে বিরোধী দলনেতার কনভয়ের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের আশ্রিত তারাই এই ঘটনা ঘটিয়েছে।এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করার দাবিতে তিনি গড়বেতা থানার অধীনস্থ চন্দ্রকোনা বিট হাউস ফাঁড়িতে প্রবেশ করে অবস্থান বিক্ষোভ শুরু করেন।

পুরুলিয়া থেকে ফেরার পথে ফের আক্রান্ত হতে হল বিরোধী দলনেতা কে যার জেরে ক্ষুব্ধ চন্দ্রকোনায় বসে শুরু করলেন ধর্না। যা নিয়ে উত্তেজনা সংশ্লিষ্ট এলাকায়। সূত্র অনুযায়ী জানা যায় এইদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুরুলিয়া থেকে দলীয় কার্যক্রম শেষ করার পর সন্ধ্যাবেলায় ফিরছিলেন মেদিনীপুর নিজের বাড়িতে।কিন্তু পশ্চিম মেদিনীপুরের বর্ডার লাগোয়া চন্দ্রকোনার কাছে সাত বাঁকুড়া এলাকায় তার গাড়ি ঘিরে ধরে এক প্রস্থ হামলা চালায় তৃণমূলের লোকজন বলে অভিযোগ বিরোধী দলনেতার।এই ঘটনায় ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী।তিনি ক্ষুব্ধ হয়ে ছুটে আসেন চন্দ্রকোনা বিট হাউস ফাঁড়িতে। পুলিশ অফিসারের সামনে বসে পড়েন ধর্নায়।যা নিয়ে তীব্র উত্তেজনা সংশ্লিষ্ট থানাতে। তিনি এখানে বসেই অভিযোগ করেন যে তার এ গাড়ি ভাঙচুরের ঘটনায় একাধিক তৃণমূল নেতা কর্মী জড়িত তাদের তিনি নামও তিনি জানেন।

পাশাপাশি তিনি এও অভিযোগ করেন এই ঘটনার সঙ্গে পুলিশের যোগ সাযোগ রয়েছে।পুলিশ ইচ্ছে করে এই ঘটনা ঘটিয়েছে। তিনি এও অভিযোগ করেছেন ক্ষমতা থেকে যাওয়ার আগে আতঙ্কগ্রস্থ হয়ে এ ঘটনা ঘটাচ্ছে তৃণমূল। যদিও এই ধর্না অবস্থানের পাঁচ ঘন্টা পর সদলবলে থানা ছাড়েন শুভেন্দু অধিকারী। অন্যদিকে এই ঘটনায় কটাক্ষ করেছে শাসক দল। তৃণমূল সভাপতির বক্তব্য এটা হতাশার বহিঃপ্রকাশ।

যদিও এদিন থানার চৌকাঠে বসে শুভেন্দু অধিকারী ক্ষুব্ধ হয়ে বলেন,”পুরুলিয়া থেকে আমি ফিরছিলাম যাচ্ছিলাম মেদিনীপুর হয়ে নিজের বাড়ি। চন্দ্রকোনার সাত বাঁকুড়া চৌরঙ্গীর কাছে জনা কুড়ি লোক তৃণমূলের ঝান্ডা নিয়ে পিটতে থাকে গাড়িতে।যাদের নাম তিনি জানেন। আমি থানার ইনচার্জ এর কাছে বসে রয়েছি এবং পুলিশের থেকেই এই ঘটনা ঘটানো হয়েছে। তিনি থানার অফিসার কে এও বলেন আপনার পুলিশের পাইলটের সামনে এই ঘটনা ঘটেছে,তাই দুষ্কৃতীদেরকে অবিলম্বে ধরে আনতে হবে। তিনি পুলিশ অফিসার কে কটাক্ষ করে বলেন আপনার বয়স যতদিন আমার রাজনীতি ততদিন। তিনি এই ঘটনার কারণ হিসেবে বলেন যাওয়ার আগে আতঙ্কগ্রস্ত হয়ে পুলিশ এ ঘটনা ঘটাচ্ছে।

এ বিষয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা বলেন জেপি নাড্ডা এসে যেভাবে দায়িত্ব বদলে দিয়ে এই শুভেন্দু অধিকারী কে বুঝিয়ে দিয়ে গেছেন তাতে তিনি বিপর্যস্ত ও আতঙ্কগ্রস্ত।কারণ তিনি মিথ্যাচার করে দেড় কোটি রোহিঙ্গা বলে বাংলার মানুষের নাম বাদ দিতে চেয়েছিলেন তা না দিতে পারায় তিনি মানসিক বিকার গ্রস্ত হয়ে চন্দ্রকোনায় আজ থানায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন।তিনি কিছুটা পরামর্শ শুনিয়ে বলেন শুভেন্দু অধিকারী কে বলবো আগামী ১৫ই জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যে সেবাশ্রয় আশ্রম অনুষ্ঠান করবেন সেখানে প্রথম রোগী হিসেবে তিনি নিজেকে ট্রিটমেন্ট করতে তাতে রাজ্যের মানুষ অনেক উপকৃত হবে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in