
চেন্নাই 30 সে আগস্ট:
এবার খোদ হার্ট অ্যাটাকে আক্রান্ত হলেন হার্ট বিশেষজ্ঞ, যদিও বিন্দুমাত্র সময় না দিয়ে তিনি মৃত্যুর কোলে ঢলেও পড়েছেন।মৃত ওই হৃদ্রোগ বিশেষজ্ঞের নাম গ্র্যাডলিন রায় (৩৯)। তিনি সবিতা মেডিক্যাল কলেজের কনসালট্যান্ট কার্ডিয়াক সার্জেন ছিলেন।

হাসপাতাল সূত্রে খবর,বুধবার ওয়ার্ডে ওই চিকিৎসক ‘রাউন্ডে’ বেরিয়েছিলেন।রোগীরা কে কেমন আছেন,তার খোঁজ নিচ্ছিলেন।তিনি এই হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থাও পরীক্ষা করে দেখছিলেন। হঠাৎই তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান।তাঁর সঙ্গে থাকা চিকিৎসক কর্মী এবং জুনিয়র ডাক্তারেরা সঙ্গে সঙ্গে গ্র্যাডলিনকে সিপিআর-সহ প্রয়োজনীয় চিকিৎসা করে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তাঁদের সব চেষ্টা বিফলে যায়।মৃত ওই হৃদ্রোগ বিশেষজ্ঞের নাম গ্র্যাডলিন রায় (৩৯)। তিনি সবিতা মেডিক্যাল কলেজের কনসালট্যান্ট কার্ডিয়াক সার্জেন ছিলেন। সংবাদ সূত্র জানা যায় এই বিষয়ে চিকিৎসক সুধীর কুমার জানিয়েছেন,সহকর্মীরা সিপিআর, অ্যাঞ্জিয়োপ্লাস্টি, ইন্ট্রা-অ্যাওরর্টিক বেলুন পাম্প,একমো করেও গ্র্যাডলিনের জ্ঞান ফেরাতে পারেননি।

হৃদরোগ চিকিৎসক গ্র্যাডলিনের মৃত্যুতে হতভম্ব তাঁর সহকর্মীরাও। তাঁরা জানাচ্ছেন, চিকিৎসকের কোনও দিন কোনও উপসর্গ ধরা পড়েনি।এমনকি তিনি নিজেও খুব সচেতন ছিলেন। তা ছাড়া পরিশীলিত জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। তার পরেও কী ভাবে হার্ট অ্যাটাক, সেটা ভেবেই স্তম্ভিত হৃদ্রোগ বিশেষজ্ঞের সহকর্মীরা।

যদিও এই হৃদরোগে বিশেষজ্ঞের মৃত্যুতে নতুন করে হার্ট অ্যাটাক নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সাধারণ মানুষ ও চিকিৎসকের মধ্যে।