Chief Minister House: মুখ্যমন্ত্রীর বাড়িতে পিস্তল হাতে শিক্ষক! কারণ নিয়ে যদিও ধোঁয়াশা

Share

কলকাতা 10 ই অক্টোবর:

ফের মুখ্যমন্ত্রীকে টার্গেট! এবার পিস্তল হাতে দেখা গেল এক শিক্ষককে।যা নিয়ে হইচই খোদ রাজধানীর বুকে।যদিও ঢোকার আগে বাড়ির সামনেই নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে ওই ব্যক্তি।জানা যাচ্ছে,ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি সল্টলেকের বাসিন্দা, নাম দেবাঞ্জন চট্টোপাধ্য়ায়, বয়স ৫১ বছর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার।

ফের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করল প্রশ্ন কারণ এক শিক্ষককে দেখা গেল পিস্তল হাতে নিয়ে। যদিও এই ঘটনায় বেআইনিভাবে এয়ার গান রাখার অভিযোগে কালীঘাট থানা এলাকায় ওই ব্যক্তিকে আটক করেছে পুলিস।পুলিস ও সংবাদ সূত্রে খবর, এইদিন কালীঘাট থানা এলাকায় টহল দেওয়ার সময় দেবাঞ্জন চ্যাটার্জিকে আটক করা হয়। তাঁর ব্যাগ তল্লাশি করে একটি এয়ার গান উদ্ধার হয়।এরপর তাঁকে দ্রুত কালীঘাট থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞা সাবাদে ওই শিক্ষক জানান তার নাম দেবাঞ্জন চ্যাটার্জি জানান,তিনি একটি বেসরকারী স্কুলের শিক্ষক। এছাড়াও তিনি শ্রীরামপুর রাইফেল ক্লাবের সঙ্গে যুক্ত বলে পুলিসকে জানান।

যদিও কেন তিনি গান নিয়ে ঘোরাঘুরি করছেন বা এসেছিলেন তা স্পষ্ট নয়।পুলিস এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং বেআইনিভাবে এয়ার গান রাখার কারণ ও এর সঙ্গে অন্য কোনো যোগ আছে কিনা,তা খতিয়ে দেখছে। যদিও এই ঘটনায় ফের মমতার বাসভবনে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। 

প্রসঙ্গত উল্লেখ্য,এর আগে গত ২০২২ সালে মুখ্যমন্ত্রীর বাসভবন চত্বরে পাঁচিল টপকে ঢুকে পড়েছিল অজ্ঞাত পরিচয় যুবক।ওই যুবক পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর গাড়ি রাখার জায়গায়।শুধুমাত্র মুখ্যমন্ত্রী বাড়ি চত্বরে ঢোকাই শুধু নয়, সারা রাত ওই যুবক ছিলেন ভেতরেই। ধৃত যুবককে জিজ্ঞাসবাদ করে কালীঘাট থানার পুলিস।  মুখ্যমন্ত্রী বাসভবনকে মূলত তিনটি সিকিউরিটি জোনে ভাগ করা হয়।

পাড়ার যেসব গলি তাঁর বাড়ির কাছাকাছি গিয়েছে সেখানে কড়া নজরদারি থাকার কথা। সেখানে বারবার কীভাবে নিরাপত্তা ভেঙে ঢুকে পড়ছেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। তা নিয়েই উঠছে প্রশ্ন। 





Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in