Loksava 2024:সাড়ে তিন কোটির সম্পত্তি লুকানোর অভিযোগ অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে!অভিযোগ করল মেদিনীপুরের এক ভোটার

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

লোকসভা ভোটে প্রার্থী হওয়ার সময় দাখিল করা হলফনামায় সম্পত্তি গোপন করার অভিযোগ অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে।গত মঙ্গলবার নির্বাচন কমিশন,রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে এই মর্মে চিঠি দিয়েছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের ভোটার শ্যামল রায়। তিনি তাতে উল্লেখ করেছেন প্রায় সাড়ে তিন কোটি টাকার সম্পত্তি হলফনামায় দেখাননি এই বিজেপি প্রার্থী।

এবার হলফনামায় গোপন করার অভিযোগ উঠল বিজেপির নেত্রী তথা মেদিনীপুরের ২০২৪ এর লোকসভা কেন্দ্রের দাঁড়ানো বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে।এই নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন মেদিনীপুরের ভোটার শ্যামল রায়।গত মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশে একটি চিঠি লেখেন শ্যামল। তিনি সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন,গত ২০২৪ সালে লোকসভা ভোটের আগে প্রার্থী হিসাবে যে হলফনামা জমা করেছিলেন অগ্নিমিত্রা, তাতে নিজের কিছু সম্পত্তির কথা গোপন করেছিলেন। তাঁর এই পদক্ষেপ ১৯৫১ সালের জন প্রতিনিধিত্ব আইনের ৩৩এ ধারার পরিপন্থী।

শ্যামলের দাবি, কলকাতার বালিগঞ্জে ১৩০০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে অগ্নিমিত্রার। তার ঠিকানা ৫০বি হাজরা রোড। কলকাতা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে রয়েছে সেই ফ্ল্যাট। ওই একই ঠিকানায় ২০০ বর্গফুটের একটি গ্যারাজও রয়েছে অগ্নিমিত্রার নামে। শ্যামলের দাবি, ২০২২ সালের ৮ জুলাই ওই সম্পত্তির নথিভুক্তকরণ হয়েছে অগ্নিমিত্রার নামে।চিঠিতে ওই ব্যক্তি জানিয়েছেন, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে যে হলফনামা অগ্নিমিত্রা পেশ করেছিলেন, তাতে এই সম্পত্তি সংক্রান্ত কোনও তথ্যের উল্লেখ করেননি। শ্যামলের দাবি, এর মাধ্যমে অগ্নিমিত্রা জন প্রতিনিধিত্ব আইন লঙ্ঘন করেছেন। এ জন্য বিজেপি নেত্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্যও কমিশনকে আর্জি জানিয়েছেন শ্যামল। দাবির সপক্ষে কিছু নথিও কমিশনকে পাঠিয়েছেন তিনি।

শ্যামলের আরও দাবি, স্বামী পার্থ পালের আয়ের হিসাবও অগ্নিমিত্রা হলফনামায় দেননি। হলফনামায় দেখা গিয়েছে, অগ্নিমিত্রা স্বামীর ২০১৮-১৯, ২০২৯-২০ অর্থবর্ষের আয়ের হিসাব দাখিল করেছেন। কিন্তু ২০২০-২০, ২০২১-২২, ২০২২-২৩ অর্থবর্ষে আয়ের হিসাব উল্লেখ করা হয়নি। এই বিষয়েই নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছেন ওই ব্যক্তি।

প্রসঙ্গত,মেদিনীপুর কেন্দ্রেই ২০২৪ সালে বিজেপি প্রার্থী হয়েছিলেন অগ্নিমিত্রা পাল। এই অগ্নিমিত্রা কে ঘিরেই তার অভিযোগ।এই বিষয়ে আসানসোলের বিধায়িকা তথা বিজেপি নেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনও এই বিষয়ে কিছু জানেন না।বিষয়টি জানার পরেই তা নিয়ে নিজের মতামত জানাবেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in