
ডেবরা 23 সে নভেম্বর:
গিয়েছিলেন সুস্থ হয়ে ফিরলেন কফির বন্দী হয়ে, ডেবরার সিআরপিএফ জওয়ানের মৃত্যুতে এলাকায় শোকের আবহাওয়া। প্রাথমিক অনুমান ডেঙ্গুর জন্যই মৃত্যু হয়েছে এই কেন্দ্র বাহিনীর জওয়ানের। পরিবারের সদস্যকে চাকরির আবেদন বিজেপির।

ডেবরার এক সিআরপিএফ জওয়ানের জওয়ানের মৃত্যু ঘটলো জ্বর নিয়ে। যা নিয়ে এলাকায় শোকের আবহাওয়া। ঘটনাচক্রে জানা যায় কিছুদিন আগেই
ছোট মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে বাড়ি এসেছিলেন। ডিসেম্বরে অন্নপ্রাশনের অনুষ্ঠান উপলক্ষে আবারও বাড়িতে আসার কথা ছিল তাঁর। কিন্তু, নিয়তি যে অন্য গল্প লিখে রেখেছিল! ফিরল দেবাশিসের ‘কফিনবন্দী’ দেহ।পরিবার সূত্রে জানা যায়, দেবাশিস ২০১৯ সালে CRPF-এ যোগ দেন। বর্তমানে কর্মরত ছিলেন ছত্তিশগড়ে। জানা গিয়েছে, দিন দশেক আগে হালকা জ্বর নিয়েই ডিউটিতে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই অসুস্থতা বাড়তে থাকে। ক্যাম্প থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শেষ রক্ষা হয়নি! শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বছর ৩০-এর দেবাশিস।

ডেঙ্গু বলে প্রাথমিক অনুমান চিকিৎসকদের। শনিবার দেবাশিসের দেহ নিয়ে গ্রামে পৌঁছন সিআরপিএফ জওয়ান ও আধিকারিকরা। গান স্যালুটে আর ভারতমাতার জয়ধ্বনিতে শেষ বিদায় জানানো হয় বীর জওয়ানকে।সেই সঙ্গে পূর্ণ রাস্ট্রীয় মর্যাদায় তার সম্পন্ন হয় শেষকৃত্য। সিআরপিএফ আধিকারিকদের তরফে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা তথা বিজেপি-র জেলা সভাপতি তন্ময় দাস সহ অনেকেই গিয়েছিলেন শেষ শ্রদ্ধা জানাতে। তন্ময় বলেন, ‘শুধু আমাদের ডেবরার গ্রাম নয়, দেশমাতা একজন বীর সন্তানকে অকালে হারালেন।

এই বিষয়ে সিআরপিএফ-এর তরফে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।আমরাও চাই, ওঁর স্ত্রী, পরিবার সহ ফুটফুটে দু’টি মেয়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে আর্থিক সহায়তার সাথেই পরিবারের কারুর চাকরির ব্যবস্থা করা হোক।’