Ahmedabad বিমান দুর্ঘটনার পর প্রথমবার পরিবারের হাতে তুলে দেওয়া হল এক যাত্রীর দেহ, ডিএনএ মিলেছে ৯ জনের

Share

নিজস্ব প্রতিনিধি,আমদাবাদ,

গত বৃহস্পতিবার ভয়াবহ বিমান দুর্ঘটনার পর শনিবার প্রথমবার DNA পরীক্ষার মাধ্যমে শনাক্ত এক যাত্রীর দেহ তুলে দেওয়া হল তার পরিবারের হাতে। আরও ৮ জনের দেহের সঙ্গে ডিএনএ নমুনা মিলেছে, এবং সেগুলিরও ধাপে ধাপে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের স্পষ্ট বার্তা, যতক্ষণ না পর্যন্ত চূড়ান্ত DNA মিল নিশ্চিত হচ্ছে এবং আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দেহ হস্তান্তর সম্ভব নয়।

দুপুরের কিছু সময় পরেই আমদাবাদ (Ahmedabad) বিমানবন্দর থেকে উড়ানে ওঠার পর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার (Air India Plane) লন্ডনগামী ফ্লাইট AI-171। প্রবল বিস্ফোরণের সঙ্গে সঙ্গে বিমানটি আগুনে জ্বলে ওঠে এবং একটি স্থানীয় মেডিক্যাল কলেজের হস্টেলে ভেঙে পড়ে। বিমানে ছিলেন 242 জন যাত্রী ও ক্রু। তাদের মধ্যে একজন ছাড়া কেউই বেঁচে ফেরেননি। ওই একমাত্র জীবিত যাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্রের খবর অনুযায়ী, দুর্ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত প্রায় 270 টি দেহ ও দেহাংশ উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। অধিকাংশ দেহ এতটাই পুড়ে গিয়েছে যে শনাক্ত করতে ডিএনএ পরীক্ষাই একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে।

হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, যাঁদের দেহ তুলনামূলকভাবে অক্ষত ছিল এবং আত্মীয়রা যাঁদের শনাক্ত করতে পেরেছিলেন, এমন আটজনের দেহ আগেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল। তবে বাকি দেহগুলির অবস্থা এতটাই খারাপ যে শুধু DNA পরীক্ষাই সেগুলি শনাক্ত করার একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে।

নিহতদের পরিবারের অনেকেই আমদাবাদে এসে DNA নমুনা দিয়েছেন। এমনকি কেউ কেউ বিদেশ থেকেও এসে নমুনা দিয়েছেন শুধুমাত্র দেহ শনাক্তের প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য। এই মুহূর্তে সেই নমুনা মিলিয়ে দেখার প্রক্রিয়াই চলছে। যতক্ষণ না রিপোর্ট আসছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনও দেহই হস্তান্তর করা হচ্ছে না।

সরকার এখনও বিমান দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা চূড়ান্ত করেনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি দেহের বৈজ্ঞানিকভাবে শনাক্তকরণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে না।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in