
কলকাতা:
রাজ্যে আসছেন দেশের প্রেসিডেন্ট আর তাই সাজো সাজো রব রাজ্যজুড়ে।মূলত দু’দিনের সফরে চলতি মাসেই রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।আগামী ৩০ ও ৩১ জুলাই নদিয়া ও কলকাতায় কিছু অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে রাষ্ট্রপতির।এই রাষ্ট্রপতির সফরের কারণে কলকাতায় বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।সে ব্যাপারেই একটি নির্দেশিকা জারি করল কলকাতা ট্রাফিক পুলিশ।

এবার রাজ্যে দুদিনের সফরে আসছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। যা নিয়ে বাড়তি সতর্কতা কলকাতা পুলিশের।যদিও এই বিষয়ে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে সাংবাদিকদের জানানো হয়েছে, “আগামী ৩০ জুলাই বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি ৯টা পর্যন্ত সিঁথি রোড, বিটি রোড, টালা ব্রিজ, বিধান সরণি, শ্যামবাজার পাঁচ মাথা মোড়, ভূপেন বোস অ্যাভিনিউ, জেএম অ্যাভিনিউ, সিআর অ্যাভিনিউ, বিবি গাঙ্গুলি স্ট্রিট, লালবাজার স্ট্রিট, বিবাদী বাগ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট,আর আর এভিনিউয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।এরই।সঙ্গে ৩১ জুলাই সকাল সাড়ে আটটা থেকে দুপুর ১টা পর্যন্ত আর আর এভিনিউ, রেড রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, এজেসি ফ্লাইওভার, মা ফ্লাইওভার, ইএম বাইপাস, হিডকো ক্রসিং, দুর্গাপুর ব্রিজে যান নিয়ন্ত্রণ হবে।এছাড়া ৩০ জুন সকাল ৬টা থেকে ৩১ জুলাই রাত দশটা পর্যন্ত রাজভবনের সামনের রাস্তা দিয়ে সব ধরনের ভারী গাড়ি চলাচল বন্ধ রাখা হচ্ছে।

উপরোক্ত রাস্তাগুলিতে ওই নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ পরিস্থিতি বুঝে যান চলাচল বন্ধ বা নির্দিষ্ট রুটে পরিবর্তিত করতে পারে।এক কথায় রাষ্ট্রপতি সফর ঘিরেই কলকাতা পুলিশ বাড়তি সতর্কতা জারি করেছে।