Firhad Hakim: শুভেন্দু,সুকান্ত,বিকাশ বাবুর গ্যাস খাবেন না,আপনারা গ্যাস খেলে অরাজকতা সৃষ্টি হবে!শিক্ষকদের আন্দোলন নিয়ে মন্তব্য ফিরহাদের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

কসবায় চাকরিহারা শিক্ষকদের পেটে পুলিশের লাথি মারার ঘটনা নিয়ে মুখে কুলুপ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের।তিনি বললেন আমি পুরো ঘটনাটা দেখিনি,জানিনা এ বিষয়ে মন্তব্য করব না।তবে তিনি চাকরিহারা শিক্ষকদের পরামর্শ বাতলে দিয়ে বলেন আপনারা শুভেন্দু,সুকান্ত বিকাশ এবং মিডিয়ার গ্যাস খাবেন না,তাহলে অরাজকতা সৃষ্টি হবে।

গোটা রাজ্যজুড়ে এখন চাকরিহারা শিক্ষকদের আন্দোলন অব্যাহত।জেলায় জেলায় রাস্তা অবরোধ,বিক্ষোভের পাশাপাশি ডিআই অফিস ঘেরাও সহ উচ্চপদস্থ আধিকারিকদের অফিস ঘেরাও করে আন্দোলনে নেমেছে এই ২০১৬ সালের পাস করা চাকরি-হারা শিক্ষকেরা।তাদের দাবি তাদেরকে অতি দ্রুত চক ডাস্টার ফিরিয়ে দিক এই সরকার।এই প্রতিবাদ করতে গিয়ে ভিন্ন জেলার পাশাপাশি কসবাতে আক্রান্ত হয়েছে শিক্ষকেরা।তাদের আন্দোলন থামাতে গিয়ে পুলিশ লাঠিচার্জ করেছে বলেও অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে।সেই পুলিশের আঘাতে আহত হয়েছেন একাধিক শিক্ষক।এই ঘটনায় ফের নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে।এরই মধ্যে মেদিনীপুরে এক প্রস্থ বৈঠকে এসেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

তিনি মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে MKDA তে বৈঠকের পর মুখোমুখি হন সাংবাদিকদের।মন্ত্রীকে কাছে পেয়ে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ফিরহাদ হাকিম বলেন,” আপনারা কোন ভাবে কারো কাছ থেকে গ্যাস খাবেন না। না শুভেন্দু,না বিকাশ না সুকান্ত সেইসঙ্গে আপনারা মিডিয়ার গ্যাস ও খাবেন না।”তিনি মুখ্যমন্ত্রী প্রসঙ্গ টেনে বলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় যখন আশ্বাস দিয়েছেন আপনাদের পাশে থাকার আপনারা এই স্কুলে যান বাচ্চাদের পড়ান।পাশাপাশি তিনি বলেন আপনারা যদি গ্যাস খান তাহলে বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি হবে,ক্ষতিটা আপনাদেরই হবে। তিনি এও বলেন এর বিরোধিতা এরা সুপ্রিম কোর্টে করেনি।এরপর কসবার শিক্ষকদের উপর লাঠিচার্জের ঘটনা নিয়ে প্রশ্ন করলে ফিরহাদ হাকিম বলেন,”যে ঘটনা কথা বলছেন সে ঘটনাটা আমি এখনো দেখিনি,ঠিক জানি না তাই এ বিষয়ে কিছু বলতে পারব না।”

প্রসঙ্গত উল্লেখ্য,এই চাকরি যাওয়া নিয়ে রীতিমত আন্দোলনের বেগ বাড়াচ্ছে এই চাকরি হারা শিক্ষকেরা। বিশেষ করে এই পশ্চিম মেদিনীপুরে প্রতিদিনই আন্দোলনে সামিল হচ্ছেন তারা।গত কয়েকদিন ধরেই রাস্তা অবরোধের পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন এই শিক্ষকেরা।

বুধবার তারা রীতিমতো ডিআই কে অফিসে ঢুকতে বাধা দেন সেইসঙ্গে বাঁশ দিয়ে একটি প্রতিকী চিতা সাজিয়ে আন্দোলন গড়ে তোলেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in