SIR List:2002 এ ভোটার লিস্টে নাম নেই,নাম তুলতে BLO এর নির্দেশে আদালত চত্বর ঘুরছেন 80 বছরের বৃদ্ধ

Share

ঘাটাল 15 ই জানুয়ারি:

আবার এস আই আর শুনানিতে ২০০২ এ তালিকার নাম না থাকায় আতঙ্কগ্রস্ত এক আশি বছরের বৃদ্ধ।তিনি বললেন ৯৫ সাল থেকে ভোট দিয়ে আসছি অথচ ২০০২ এর তালিকায় নাম নেই?এটা কিভাবে সম্ভব।কারণ নাম তোলার দায়িত্ব তো আমার না। বি এল ও নোটিশ জানানোর পর থেকেই আমার খাওয়া-দাওয়া উঠে গেছে,আমাকে যদি দেশ থেকে তাড়িয়ে দেয় আমি কোথায় যাব!

এস আই আর হয়রানি অব্যাহত ভোটার লিস্টে নাম তুলতে আদালত চত্বরে ঘুরছেন ৮০ বছরের বৃদ্ধ সুকুমার মন্ডল।কারণ সুকুমার বাবুর নেই ২০০২ এ ভোটার লিস্টে নাম। ভোটার লিস্টে নাম তোলার জন্য আদালত চত্বরে ঘুরছেন বৃদ্ধ।আদালতে এপিঠ ওপিঠ করে মায়ের নামের সাথে তার নাম যোগ করতে হবে তবেই উঠবে ভোটার লিস্টে নাম জানিয়েছেন বি এল ও।মূলত সুকুমার মন্ডল ঘাটাল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড পরেশ নগর ১১৬ নম্বর বুথের বাসিন্দা। সুকুমার বাবুরা পাঁচ ভাই, চার ভাইয়ের ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু ২০০২ এ ভোটার লিস্টে তার নাম বাদ সুকুমারের।ভোটার লিস্টে নাম তোলার জন্য দুশ্চিন্তায় রাত্রিতে ঘুম উড়েছে জানালেন সুকুমার বাবুর।এ বিষয়ে এলাকার বুথ লেভেল অফিসার ক্যামেরার সামনে কোন প্রতিক্রিয়া দিতে রাজি হননি, তবে তিনি স্বীকার করে নিয়েছেন সুকুমার বাবু আদালতের এপিঠ ওপিঠ নিয়ে আসলে তবেই তিনি ভোটার লিস্টে নাম তুলতে পারবেন।

এই বিষয়ে বৃদ্ধ সুকুমার মন্ডল বলেন,”গতকাল আমাদের BLO জানিয়েছে যে আমার নাকি ২০০২ এর ভোটার লিস্টে নাম নেই আর তারপর থেকে চিন্তাই আমার ঘুম উড়ে গেছে। আমার খাওয়া দাওয়া উঠে গেছে বললেই চলে। কারণ ৯৫ সাল থেকে আমি ভোট দিয়ে আসছি অথচ আমার নাম নেই নাকি ২০০২ সালে,এটাও কি সম্ভব! বি এল ও বলেছেন যে মা-বাবার ভোটার কার্ড নিয়ে আসতে কিন্তু মা-বাবা তো মারা গেছে ও অনেক বছর হয়ে গেছে।এখন তাদের আমি পাব কোথায়।এই পরিস্থিতিতে আমি আতঙ্কগ্রস্থ।পাশাপাশি শোনা যাচ্ছে যাদের নাম থাকবে না তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে,আমি এখন যাব কোথায়?

প্রসঙ্গত উল্লেখ্য এখন চলছে শুনানির শেষ পর্বের কাজ।তবে এক্ষেত্রে কমিশনের নতুন নতুন নির্দেশিকাতে বি এল ও তৎক্ষণাৎ শুনানির নোটিশ পাঠাচ্ছেন ভোটারদের। আর তাতেই নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে জেলার মানুষের।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in