
ঘাটাল 17 ই জানুয়ারি:
ঘাটাল উৎসব ও শিশু মেলা উদ্বোধনে এক সহ যোগে দেব ও রুক্মিণী, উদ্বোধনে এসে দেব উপহার পেলেন নিজের নাম ও ছবি দেওয়া পোস্টাল স্ট্যাম্প যা নিয়ে খুশি অভিনেতা।সাংসদ বলেন এটা দিল্লির ব্যাপার,সেন্ট্রালের ব্যাপার,আমি কল্পনা করতে পারিনি এত বড় উপহার পাবো।তবে আমি তৃণমূল সাংসদ,এটার জন্য ওনার কোন সমস্যায় পড়তে হয়।

একদিকে যখন অভিষেকের সভা নিয়ে ব্যস্ত মেদিনীপুর তখন অন্যদিকে ঘাটালে রুক্মিণী নিয়ে হাজির হলেন সাংসদ দেব।মূলত ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে শুরু হল ঘাটাল উৎসব ও শিশু মেলা।শুক্রবার বিকেলে মেলার উদ্বোধন করেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী (দেব) সঙ্গে ছিলেন রুক্মিণী।ঘাটাল উৎসব ও শিশু মেলা এবছর ৩৭ তম বছরে পর্দাপন করেছে।আগামী ১০ দিন ধরে চলবে এই মেলা,মেলার পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় থাকছে কলকাতা ও মুম্বাই শিল্পীদের নিয়ে অনুষ্ঠান। ঘাটাল উৎসব ও শিশু মেলার উদ্বোধনে সাংসদ দীপক অধিকারী (দেব) এর সাথে আসা রুক্মিণী বক্তব্য রাখতে গিয়ে দেব কে বলেন ঘাটালে সিনেমা হলের প্রয়োজন। অন্য দিকে ঘাটালের সাংসদ দীপক অধিকারীর বক্তব্য অনুযায়ী”ঘাটাল মাষ্টার প্ল্যান যেটা প্রয়োজন ছিল সেটা হয়েছে। সিনেমা হলের প্রয়োজন আছে সেটাও চেষ্টা হবে।

মেলা উদ্বোধনে এসে সাংসদ দীপক অধিকারী পেলেন সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের নামে পোস্টাল স্ট্যাম্প সঙ্গে লাগানো দেবের ছবি।এদিন মঞ্চ থেকে অভিনেতা সাংসদ দেব বলেন,”দুবছর আগে যা ছিল এখনোও মেলা টা তাই আছে।আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের ডেকে নিন বলুন,’আই মেলা টা দেখে যা,একবার ঘুরে যা।এরপর পোস্টাল স্ট্যাম্প নিয়ে বলেন,আমার ছবি দিয়ে স্ট্যাম্প বানিয়েছে যেটা আমায় উপহার দিয়েছে।আমি একটু ভয়ে আছি,কারণ পোস্টাল স্ট্যাম্প তো দিল্লির ব্যাপার,সেন্ট্রাল গভর্মেন্ট এর ব্যাপার।আমি জীবনে কল্পনা করতে পারিনি।এর জন্য পোষ্ট অফিসের কর্ম কর্তাদের ধন্যবাদ।

তবে দেব এইদিন মস্করা করে বলেন এর জন্য আপনার চাকরি যাবে না তো?কারণ এখন সব কিছুই পলিটিক্যাল হয়ে গেছে।বিশেষ করে আমরা কি খাচ্ছি,কি নিশ্বাস নিচ্ছি সবই পলিটিক্যাল।দেব এও বলেন যেহেতু আমি তৃণমূল সাংসদ তাই ওনার না আবার কোনও আপদ বা বিপদ আসে।”