Train Cancel:টানা 19 দিন বিপর্যস্ত রেল পরিষেবায় বাতিল দুই শতাধিক ট্রেন!বিজ্ঞপ্তি জারি খড়গপুর থেকে

Share

নিজস্ব প্রতিনিধি,খড়্গপুর:

এবার টানা রেল পরিষেবা ব্যাহত হতে চলেছে জেলায়।টানা ১৯ দিন হাওড়া-খড়্গপুর লাইনে বিপর্যস্ত হতে চলেছে রেল পরিষেবা! বাতিল দুই শতাধিক লোকাল ও একাধিক এক্সপ্রেস ট্রেন। যা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল রেল কর্তৃপক্ষ।

এক নয় দুই নয় টানা ১৯ দিন রেল পরিষেবা ব্যাহত হবে এবার খড়গপুর ডিভিশনে এরকমই এক বিজ্ঞপ্তি জারি করেছে রেল কর্তৃপক্ষ,যা নিয়ে চাঞ্চল্য জেলা জুড়ে।মূলত দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের অধীন সাঁতরাগাছি স্টেশনের আধুনিকীকরণ এবং প্রি – প্রি এনআই যাকে প্রি নন-ইন্টারলকিং এর কাজ চলবে আগামী ৩০ এপ্রিল থেকে ১৮ মে, টানা ১৯ দিন। আর সেজন্যই ৩০ এপ্রিল, বুধবার থেকে ১৮ মে পর্যন্ত খড়গপুর ডিভিশনের অধীন হাওড়া-খড়্গপুর লাইনে প্রায় দুই শতাধিক লোকাল ট্রেন এবং প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এছাড়াও, একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ও সময় পরিবর্তন করা হয়েছে।এই নিয়ে গত মার্চ মাসেই এই সংক্রান্ত প্রেস বিবৃতি জারি করা হয়েছিল দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে।

যাত্রীদের সুবিধার্থে গত মঙ্গলবার সন্ধ্যায় আবারও একবার এই প্রেস বিবৃতি দিয়ে বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম পক্ষ থেকে।এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২ মে থেকে ১৮ মে-র মধ্যে প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে। সময় পরিবর্তন করা হচ্ছে ১৫টি এক্সপ্রেস ট্রেনের এবং লোকাল, এক্সপ্রেস মিলিয়ে প্রায় ২৪টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। এছাড়াও, ৩০ এপ্রিল থেকে ১৮ মে-র মধ্যে মোট ২১২টি লোকাল ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে, ১৭ মে সর্বাধিক ৫৮টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। ৩ মে ২১টি, ৭ মে ১৯টি, ১১ মে ৩৬টি এবং ১৮ মে ৩২টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। এই সময়কালের মধ্যে ১২, ১৩ ও ১৪ মে লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।

#যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল#
৩০ এপ্রিল- ৪টি
১ মে- ৬টি
২ মে- ৩টি
৩ মে- ২১টি
৫ মে- ৪টি
৬ মে- ১টি
৭ মে- ১৯টি
৮ মে- ১টি
৯ মে- ৬টি
১০ মে- ৫টি
১১ মে- ৩৬টি

১২ , ১৩ ও ১৪ মে লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক থাকবে।
১৫ মে ও ১৬ মে- ৮টি করে লোকাল বাতিল করা হচ্ছেন।
১৭ মে- সর্বাধিক ৫৮টি লোকাল বাতিল করা হচ্ছে।
১৮ মে- ৩২টি লোকাল বাতিল করা হচ্ছে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in