ICSE Result:499 পেয়ে ICSE সর্বভারতীয় স্তরে জোড়া সাফল্য মেদিনী পুরে!সাফল্যের শিরোপা বিদ্যাসাগর শিশু নিকেতনের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

ফলাফল বেরতেই পশ্চিম মেদিনীপুরে জয়জয়কার। এই বছরের ICSE পরীক্ষায় ৪৯৯ পেয়ে বাংলা থেকে মেধা তালিকায় জায়গা পেল মেদিনীপুরের দুই মেয়ে। এরা হলো আদৃতা মাহাত ও সৃজিতা মন্ডল।সর্বভারতীয় স্তরে এবং রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে বিদ্যাসাগর শিশু নিকেতনের এই দুই পড়ুয়া।যা নিয়ে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়ারা

বুধবার অক্ষয় তৃতীয়ার দিন ফলাফল বেরিয়েছে আইসিএসসি বোর্ডের।আর যেই ফলাফলে জয়জয়কার জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরে। মূলত বিদ্যাসাগর শিশু নিকেতনের দুই ছাত্রী ৪৯৯ পেয়ে জোড়া সাফল্য এনে দিল এই পরীক্ষায়। বিদ্যাসাগর শিশু নিকেতনের দুই ছাত্রী আদৃতা মাহাত ও সৃজিতা মন্ডলের প্রাপ্য নাম্বার ৫০০ এর মধ্যে ৪৯৯। দুজনের বাড়ি ও মেদিনীপুরে। উল্লেখ্য আদৃতা’র বাবা প্রণবেশ মাহাত চন্দ্রকোনা রোডের সারদাময়ী হাই স্কুলের পদার্থ বিদ্যা-র শিক্ষক।অন্যদিকে মা অসীমা মাহাত (পাত্র) গৃহবধূ।তাদের মেদিনীপুরের বার্জটাউন এলাকায় বাড়ি। আদৃতার সকল সাবজেক্টে মোট প্রাপ্ত নাম্বার যথাক্রমে,ইংরেজিতে ৯৯,ইতিহাসে ১০০,ভূগোলে ১০০, পদার্থবিদ্যা ১০০, বায়োলজিতে ১০০, রসায়নে ১০০ এবং কম্পিউটার এপ্লিকেশনে ১০০ পেয়েছে।

অপরদিকে মেদিনীপুর শহরের বিধান নগরের বাসিন্দা সৃজিতা মন্ডল। তার সকল সাবজেক্টে প্রাপ্ত নম্বর যথাক্রমে; ইংরেজিতে ১০০ মধ্যে ৯৯, ইতিহাসে ১০০, ভূগোলে ১০০, পদার্থবিদ্যায় ১০০, রসায়নে ১০০, বায়োলজিতে ১০০ পেয়েছে। সৃজিতাও ৫০০ এর মধ্যে ৪৯৯ পেয়েছে। তবে দুই পড়ুয়ার বক্তব্য নির্দিষ্ট কোন টাইম ছিল না পড়াশুনোর।প্রতিদিন পাঁচ থেকে ছ’ঘণ্টা পড়াশোনা করতাম।সাবজেক্টে প্রাইভেট টিউটর ছিলেন।তবে, স্কুলের স্যার-ম্যাডামরা আমাকে অনেকটাই সাহায্য করতেন।’কয়েকটা বিষয়ে বাবা-মায়েরাও দেখিয়েছেন। এই সাফল্যে আমরা খুশি।

যদিও এই নিয়ে বিদ্যাসাগর শিশু নিকেতনের অধ্যক্ষ, চন্দা মজুমদার বলেন,‘প্রতিবছরের ন্যায় এই বছরেও আমাদের স্কুল থেকে ভালো ফলাফল করেছে।এই সাফল্যের পেছনে সবচেয়ে বেশি কৃতিত্ব দিতে চাই আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। স্কুলের দু’জন পড়ুয়া ৪৯৯ নম্বর পেয়েছে।আদৃতা ছাড়াও সৃজিতা মণ্ডল একই নম্বর পেয়ে স্কুলে শুধু প্রথম নয়,সর্বভারতীয় ও রাজ্যে র‍্যাঙ্ক করেছে’।আমরা খুশি এবং আমরা চেষ্টা করব আগামী দিনে আরো ভালো ফলাফলের।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in