Khargapur IIT:1 লা জুলাই ডক্টরস ডে তে IIT তে আসছেন ইসরোর চেয়ারম্যান! উদ্বোধন হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মূর্তি

Share

নিজস্ব প্রতিনিধি,খড়গপুর:

আগামী ১ জুলাই ‘ডক্টরস ডে’-তে খড়্গপুর ক্যাম্পাসে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মূর্তি উন্মোচন করতে IIT খড়্গপুরে আসছেন ISRO-এর চেয়ারম্যান ভি.নারায়ণন।এমনটাই সাংবাদিকদের জানালেন আইআইটি খড়্গপুরের নবনিযুক্ত ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী।মূলত ISRO-র চেয়ারম্যান IIT খড়্গপুরের প্রাক্তনীও।

এবার দেশের ও রাজ্যসহ জেলার প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠানে আসছেন ইসরো চেয়ারম্যান।মূলত দেশের প্রাচীনতম এই আইআইটি চত্বরেই আছে বি.সি রায় টেকনোলজি হাসপাতাল।বছর চারেক আগে গড়ে উঠেছে ডঃ বি.সি রায় মাল্টি স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টারও। ডঃ বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই সেন্টারের প্রবেশ পথেই স্থাপিত হয়েছে তাঁর পূর্ণাবয়ব মূর্তি। তবে গত চার বছর ধরে তা উন্মোচন করা হয়নি।বরং প্লাস্টিক জড়িয়ে,দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। আইআইটি খড়্গপুরের দায়িত্ব নেওয়ার পরেই মূর্তি উন্মোচনের সিদ্ধান্ত নেন অধ্যাপক সুমন চক্রবর্তী।এই দিন আইআইটি ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী সাংবাদিকদের বলেন, ‘আইআইটি খড়্গপুরের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকেই নিজের গবেষণা সম্পন্ন করেছেন ইসরো-র বর্তমান চেয়ারম্যান ভি.নারায়ণন।

আগামী ডক্টরস ডে-তে তিনি আইআইটি খড়্গপুরে আসছেন।আর ওই দিনই ক্যাম্পাসে বিধানচন্দ্র রায়ের পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন করবেন তিনি।’ আইআইটি খড়্গপুরের কাছেই বলরামপুরে রয়েছে শ্যামপ্রসাদ মুখোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Dr Syama Prasad Mukherjee Institute of Medical Sciences & Research)। সেখানে খুব তাড়াতাড়ি ৫০ শয্যার ইন্ডোর পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আইআইটি খড়্গপুরের এই নবনির্মিত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এতদিন কেবল আউটডোর পরিষেবাই চালু ছিল।

সমান্তরালভাবে মেডিক্যাল কলেজ টিও দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in