Smart Robot:জমিতে ফসলের রোগ সারিয়ে তুলবে স্মার্ট রোবট!যুগান্তকারী আবিষ্কার খড়গপুর আইআইটির

Share

নিজস্ব প্রতিনিধি,খড়গপুর:

মাঠে-জমিতে সবজি সহ চাষবাসে কীটনাশক ছড়াতে গিয়ে অনেক সময় অসুস্থ হতে চাষীদের।এবার সেই চাষীদের সুবিধার্থে খড়গপুরের একদল আইআইটির অধ্যাপক আবিষ্কার করলেন যুগান্তকারী স্মার্ট রোবট।দেখতে অনেকটা সেনাবাহিনীর সাঁজোয়া গাড়ির মতো।এবড়ো খবড়ো,জল কাদা, খানা-খন্দে ভরা জমিতে সহজেই নামতে পারবে এই রোবট।এতে স্বয়ংক্রিয় ক্যামেরা রয়েছে ফসলের ক্ষেতের কাছে নিয়ে গেলে পুরো ম্যাপিং করে এর মধ্যে থাকা বিভিন্ন এপ্লিকেশন কাজ শুরু করে দেবে।

এটা ২০২৫ সাল,ডিজিটাল যুগ আর সেই ডিজিটাল যুগে এবার সবজি সহ আনাজ ফসলের রোগ ধরতে উদ্যোগী হল রোবট।উদ্ভিদের যে কোনো রোগ নির্ণয় করে সেইমতো জীবাণুনাশক বা কীটনাশক প্রয়োগ করে তা অনায়াসে সরিয়ে তুলবে রোবট।সম্প্রতি খড়গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক, গবেষকরা এটি আবিষ্কার করেছেন এবং এর ব্যবহারিক প্রয়োগ হাতে কলমে সকলকে দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছেন।এর নাম দেওয়া হয়েছে,ফার্ম বট’যা একটি স্মার্ট রোবট।যা উদ্ভিদের রোগ বুঝতে পেরে সেইমতো কীটনাশক স্প্রে করে তা সরিয়ে তুলতে পারবে।বিভাগীয় অধ্যাপক দিলীপকুমার প্রতিহার বুধবার জানান,গত কয়েক বছর ধরে তাঁরা এর উপর অনেক গবেষণা করেছেন।এর আগে কীটনাশক ছড়ানো বা গাছের কোনো রোগ নির্ণয়ের জন্য ড্রোনের সাহায্য নেওয়া হত।

তবে এতে যেটা সমস্যা দেখা যেত তা হলো ড্রোন গাছের একেবারে খুব কাছে নামবে না।এতে পাতার ক্ষতি হবে। গাছের উপরের অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা তা জানা গেলেও ড্রোনের সাহায্যে গাছের গোড়ার সমস্যা জানা যেত না। ফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে ড্রোনের সাহায্যে কীটনাশক ছড়ানো বা ফসল পেকে এসেছে কিনা তা জানার মধ্যেই এর ব্যবহার সীমাবদ্ধ রয়েছে।তাঁরা যে রোবট তৈরি করেছেন সেটা যে কোনো উদ্ভিদের গোড়ার সমস্যা বুঝতে পারবে।তা নির্ণয় করতে পারবে।এটি একটি সেমি অটোমেটিক ট্রাকড মোবাইল ম্যানিপুলে- টর। যা এগ্রিকালচার রোবোটিক সিস্টেম হিসেবে কাজ করতে সক্ষম।দেখতে অনেকটা সেনাবাহিনীর সাঁজোয়া গাড়ির মতো।এবড়ো খবড়ো,জল কাদা,খানা-খন্দে ভরা জমিতে সহজেই নামতে পারবে এই রোবট।এতে স্বয়ংক্রিয় ক্যামেরা রয়েছে ফসলের ক্ষেতের কাছে নিয়ে গেলে পুরো ম্যাপিং করে এর মধ্যে থাকা বিভিন্ন এপ্লিকেশন কাজ শুরু করে দেবে।

এই বিষয়ে আইআইটি অধ্যাপক দিলীপ কুমার প্রতিহার জানান,একেক রকম উদ্ভিদের একেক রকম রোগ হতে পারে।আলুর যেমন ধসা রোগ,তেমনি আমের মুকুলের পোকার আক্রমণ,ধান বা গমের ক্ষেত্রে জমির অম্লতার তারতম্যের জন্য ব্রাকটিয়াঘটিত কোনো রোগ হতে পারে।ফার্ম রোবটের কম্পিটারাইজড সিস্টেম সেই রোগ নির্ণয় করে সেইমতো জীবাণুনাশক বা কীটনাশক গাছের গোড়ায় স্প্রে করবে।এরমধ্যে বিভিন্ন ধরনের জীবাণু নাশক ও কীটনাশক মজুত থাকে।এর থেকেই স্প্রে করবে।কেন্দ্রীয় বৈদ্যুতিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এই রোবটের জন্য ব্যায় ভার বহন করছে বলে জানিয়েছেন তিনি।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in