75 Rupees In India: আসছে 75 টাকার কয়েন! আইআইটির প্রতিষ্ঠা দিবসে প্রকাশিত হবে এই 40 গ্রামের মুদ্রা

Share

নিজস্ব প্রতিনিধি,খড়গপুর:

আগামী ১৮ই আগস্ট পালিত হবে খড়গপুর আই আই টির প্রতিষ্ঠা দিবস দিবস। এই দিবস উপলক্ষে এবার নতুন ভাবনা চিন্তা খড়গপুর আইআইটিরমসবকিছু ঠিকঠাক থাকলে এই ৭৫ তম পূর্তি উপলক্ষে ৭৫ টাকার মুদ্রার প্রকাশ। বিশেষ দ্রষ্টব্য,এই মুদ্রাটি কেনাবেচা যাবে না,এটা কেবলমাত্র সংগ্রহ করা যাবে।

IIT এর ৭৫ বছর বিশেষ পূর্তি উপলক্ষে ৭৫ টাকার মুদ্রা প্রকাশ,এই মুদ্রার ওজন ৪০ গ্রাম,প্রকাশিত হবে ১৮ ই আগস্ট।এবার বাজারে আসতে চলেছে ৭৫ টাকার বিশেষ মুদ্রার কয়েন।যদিও এই মুদ্রা কেবলমাত্র সংগ্রহ করা যাবে, যারা সংগ্রহকারী তারাই সংগ্রহ করতে পারবেন কিন্তু এই মুদ্রায় কোনরূপ কেনাবেচা যাবে না বলে তথ্য অনুযায়ী জানা যায়। মূলত খড়্গপুর আইআইটি ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ উদ্যোগ কেন্দ্রীয় সরকারের।আনা হচ্ছে ৭৫ টাকার বিশেষ স্মারক মুদ্রা।রুপোর তৈরি এই ৭৫ টাকার মুদ্রার ওজন ৪০ গ্রাম হবে।গত মঙ্গলবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই মুদ্রা সম্বন্ধে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, যে ৭৫ টাকার মুদ্রা খড়্গপুর আইআইটির জন্য প্রকাশ করা হবে, তাতে ৯৯.৯ শতাংশ রুপো থাকবে। মুদ্রার ব্যাস হবে ৪৪ মিলিমিটার। মুদ্রাবিজ্ঞানী সুধীর লুনাওয়াত বলেন, ‘‘এটি হবে ভারতে জারি করা ৭৫ টাকা মূল্যমানের ১৪ তম স্মারক মুদ্রা।

অর্থাৎ, বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে দেশে এর আগে ১৩ বার একই মূল্যমানের মুদ্রা প্রকাশ করা হয়েছে।’’উল্লেখ্য, আগামী ১৮ অগস্ট খড়্গপুর আইআইটির প্রতিষ্ঠা দিবসে মুদ্রাটি প্রকাশিত হবে।এই মুদ্রা স্মারক মাত্র। তবে এই মুদ্রা দিয়ে কোনভাবেই বেচা কেনা করা যাবে না। শুধু যারা মুদ্রা সংগ্রহ করতে ভালবাসেন যাঁরা,এই ধরনের মুদ্রার খোঁজ তাঁরা করে থাকেন।সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের অধীন কলকাতার টাঁকশাল থেকে এই মুদ্রা প্রকাশিত হবে।৭৫০০ টাকার খুচরো মূল্যে এই স্মারক মুদ্রাটি টাঁকশাল থেকে সংগ্রহ করা যাবে।

এ বিষয়ে খড়গপুর IIT ডিরেক্টর সুমন চক্রবর্তী এক বিবৃতিতে বলেন ‘‘ আমাদের আইআইটি খড়্গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই ৭৫ টাকার স্মারক রুপোর মুদ্রা আনা হচ্ছে।ভারত সরকার তার অনুমোদন দিয়েছে।’’

প্রসঙ্গত উল্লেখ্য,ভারতে আইআইটিগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন খড়্গপুর আইআইটি।১৯৫১ সালে এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু হয়েছিল। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে দু’হাজার একর জমি জুড়ে বিস্তৃত দেশের প্রযুক্তিবিদ্যার এই অন্যতম পীঠস্থান। প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানগুলির তালিকায় খড়্গপুর আইআইটির নাম আসে প্রথমেই। এহেন প্রতিষ্ঠানের ৭৫তম বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in