
নিজস্ব প্রতিনিধি,কেশিয়াড়ী:
চার চাকায় করে বাড়ি ফেরার সময় আর বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর।পোস্টে ধাক্কা মেরে জমিতে পড়ে মারা গেল এক যুবক, গুরুতর আহত যুবকের চলছে চিকিৎসা।এমনই মর্মান্তিক দুর্ঘটনা কেশিয়াড়িতে।যদিও এ ঘটনার পর ছুটে আসে স্থানীয় মানুষ সব পুলিশ প্রশাসন,পুলিশ খতিয়ে দেখছে কারণ।

বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ দুই বন্ধু খড়্গপুরের দিক থেকে প্রাইভেট গাড়িতে চেপে কেশিয়াড়ী দিকে আসার সময় কেশিয়াড়ীর লেঙামারা এলাকায় একটি পোলে ধাক্কা মেরে নিচে পড়ে যায় প্রাইভেট গাড়ি।এই ঘটনায় দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট গাড়িটি।খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে দেখেন পোল থেকে নিচে পড়ে ধান জমিনের মাঝে একটি প্রাইভেট গাড়ি।তড়িঘড়ি গাড়ি থেকে দুজন কে বের করার চেষ্টা চালান স্থানীয় ব্যাক্তিরা পরে খবর দেওয়া হয় কেশিয়াড়ী থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ১ যুবককে কেশিয়াড়ী গ্ৰামীন হাসপাতালে ভর্তি করা হয় তবে ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়িতে থাকা আর ১ যুবকের।
পুলিশ সূত্রে জানা যায় এই মৃত যুবকের নাম সমীরন পাত্র।বছর ৩০ এর যুবকের বাড়ি কেশিয়াড়ীর দীপা এলাকায় ও আহত যুবকের বাড়ি বেলদা থানার বিষ্টুপুর এলাকায়।

সম্পর্কে দুই বন্ধু এই দুই যুবক বৃহস্পতিবার খড়্গপুর গিয়েছিলেন ঘুরতে।তবে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় আর বাড়ি ফেরা হলো না প্রথম বন্ধুর। অপরদিকে আর আরেক বন্ধু নিজেকে বাঁচিয়ে রাখার লড়াই চালাচ্ছেন হাসপাতালে।তবে বৃহস্পতিবার রাতে এমন ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

যদিও শুক্রবার রাত পর্যন্ত চিকিৎসাধীন এই গুরুতর আহত যুবক।