
নিজস্ব প্রতিনিধি,কেশিয়াড়ী:
কেশিয়াড়ীতে তৃনমূলের একটি কর্মসূচিতে দেখা গেল২০২৩ এ পঞ্চায়েত নির্বাচনের পর তৃনমূলের সাসপেন্ড নেতা ফটিক রঞ্জন পাহাড়িকে যা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা।

গত বুধবার কেশিয়াড়ির রবীন্দ্র ভবনে ছিল বাংলার ভোট রক্ষা কর্মসূচির প্রশিক্ষণ সভা।সেই সভায় বুথ লেভেলের কর্মীদের নিয়ে আই প্যাকের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সভা সংগঠিত হয়।এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুজয় হাজরা,বিধায়ক পরেশ মুর্মু,Mkda চেয়ারম্যান ও বিধায়ক দীনেন রায়,জেলা মহিলা তৃণমূল নেত্রী মামনি মাণ্ডি,ব্লকের মহিলা নেত্রী পলি সাহা-সহ অন্যরা।এদিনের বৈঠকে মঞ্চের নিচে কর্মীদের সঙ্গে বসেছিলেন তৃণমূল নেতা ফটিকরঞ্জন পাহাড়ি।এদিন জেলা সভাপতি তাকে দেখতে পেয়ে মঞ্চে ডেকে নেন। পরে মঞ্চে উপস্থিত নেতৃত্বদের পাশে বসেন ফটিক,আর এখানেই উঠেছে প্রশ্ন?মূলত একসময়ের কেশিয়াড়ীর দাপুটে তৃনমূল নেতা ফটিক গত পঞ্চায়েত নির্বাচনের পরে তৃণমূলের অঞ্চল সভাপতিকে খুনের অভিযোগে পুরোনো একটা মামলায় ফটিকরঞ্জন পাহাড়িকে গ্রেফতার করেছিল সিআইডি।

তারপর দল সাসপেন্ড ও করেছিল ফটিককে।তবে কেন সাসপেন্ড নেতা তৃনমূলের মঞ্চে?যদিও দলের হয়ে জেলা সভাপতি সুজয় হাজরা জানান নেতার ওপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হয়েছে।রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে ফটিক রঞ্জন আবেদন জানিয়েছিলেন দলের হয়ে কাজ করার জন্য। সেই আবেদন বিবেচনা করেছে দল লোকসভা ভোটের আগে জুন মালিয়ার সাথে ও কথা হয়েছে। দলের তাই তিনি আবার ফিরেছেন।

যদিও ফটিক বাবু জানান দলের রাজ্য সভাপতি দলের কাজ করতে বলেছেন তাই এসেছি। ২০২৬ এ ভোটের ময়দানে দেখা যাবে কিনা প্রশ্ন করলে সময় কথা বলবে বলে জানান ফটিক।তবে ২০২৬। এর আগে যে ফের আবার ময়দানে ফটিক নামছে তা বলাই যেতে পারে !