
নিজস্ব প্রতিনিধি,খড়গপুর:
এক অমানবিক চিত্র রেল শহর খড়গপুরে!প্রকাশ্য রাস্তায় আমরা বামপন্থীর বয়স্ক নেতাকে জুতো দিয়ে মারধর তৃণমূল নেত্রীর।মারতে মারতে শেষে তার জামা কাপড় ছিঁড়ে ফেলে এই নেত্রী। যদিও কেন এই ঘটনা তা নিয়ে ধোঁয়াশা।অন্যদিকে ওই নেতার অভিযোগ এলাকার কিছু তৃণমূলের দাদাগিরির প্রতিবাদ করায় তাকে এইভাবে হেনস্তা এবং মারধর খেতে হল।

পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়গপুরে এবার দেখা গেল প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেত্রীর দিদিগিরি। যে ছবি দেখলে শিউরে উঠবেন আপনিও।এদিন একটি ভিডিও দেখা যায় প্রকাশ্য রাস্তায় এক বৃদ্ধকে জুতো দিয়ে মারধর করছে এক মহিলা এই সঙ্গে আর সাথ দিয়েছে তার সাঙ্গপাঙ্গরা।যদিও এই ঘটনায় কেউই প্রতিবাদে এগিয়ে এল না।সূত্র অনুযায়ী জানা যায়
পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে খরিদা এলাকায় বাজার করতে গিয়েছিলেন আমরা বামপন্থী সংগঠনের বয়স্ক নেতা অনিল দাস।সেই সময়ই এলাকার তৃণমূল নেত্রী বেবি কোলে এবং তার দলবল হামলা চালায় এই নেতার উপর।তাকে ধরে চড়থাপ্পড় মারার পাশাপাশি জুতো দিয়ে বেধড়ক মারতে থাকেন।এরপর মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়।যদি ওই বৃদ্ধ নিজেকে বাঁচাতে পাশের একটি রংয়ের দোকানে ঢুকে যায়।অভিযোগ সেখানেও তাকে মারধর করে ওই নেত্রী তার দলবল।

এমন কি রঙের ডাব্বা তার গায়ে ফেলে দিয়ে রং মাখিয়ে দেওয়া হয়,ছিঁড়ে দেওয়া হয় জামা কাপড়।এরপরে স্থানীয়দের সাহায্যে খড়গপুর টাউন থানায় পৌঁছে অনিল দাস লিখিত অভিযোগ জানায় ওই নেত্রীর বিরুদ্ধে।এই খবর পেয়ে ছুটে আসেন খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক,কাউন্সিলর প্রদীপ সরকার।তিনি জানিয়েছেন বেবি কোলে তাদের দলের লোক।তবে বেবি কোলে এখন কি পদে আছে তিনি জানেন না পুলিশকে বলবো অবিলম্বে ব্যবস্থা নিতে।

এই নিয়ে আক্রান্ত আমরা বামপন্থী নেতা অনিল দাস বলেন,”এলাকার এক ব্যক্তিকে ওরা অন্যায় ভাবে জোর জবরদস্তি দখল করতে যায় তারই প্রতিবাদ করেছিলাম আমি সেই শত্রুতার জন্য আজকে যখন আমি বাজার গিয়েছিলাম সেই সময় ওই মহিলা তার দলবল নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমাকে প্রাণে মারার চেষ্টা করা হয়।এরপর আমি প্রাণ বাঁচাতে একটি রংয়ের দোকানে ঢুকে গেলে সেখানে আমাকে রংয়ের বালতি ছুঁড়ে মারা হয় এবং আমাকে মেরে ফেলার চেষ্টা করে। ওই তৃণমূলের লোকজন।গোটা রাজ্যজুড়ে যে ঘটনা ঘটিয়ে চলছে তারও তারই একটি নিদর্শন এই জেলা শহরে।

যদিও এ ঘটনায় সাংবাদিকদের এড়িয়েছেন অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলে।তিনি বলেন একটু পরে আমরা সবকিছু জানাবো।উনি ওই সাদা কুর্তা পরে যে নোংরামি করছেন তা প্রকাশ্যে আনবো আমরা।

যদিও এ নিয়ে অস্বস্তিতে তৃণমূল।তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ।যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের ডার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায়।এলাকার প্রাক্তন বিধায়ক কাউন্সিলর প্রদীপ সরকার বলেন বেবি কোলে তাদের নিজের দলের।কিন্তু কেন এই ধরনের নোংরামো করল তা বলতে পারব না।এই জেলা শহরে রাজনৈতিকভাবে আলাদা দল লোক করতেই পারে কিন্তু তাকে এভাবে প্রকাশ্যে মারা কখনো উচিত না।পুরো ঘটনার আমরা নিন্দা করছি।