
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
ভোটের আগে নেতাকর্মী সহ সমর্থকদের বিশেষ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি এদিন এক বক্তব্যে বলেন এখানে একটি রাজনৈতিক দলের নিজস্ব দলীয় প্রচার নেই,তারা মেন্টাল হেলথের নাম করে এবং কিছু সংস্থা সার্ভের নামে আমাদের দলের নেতাদের ফোন ও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে।আপনারা স্টেট গভমেন্টের অফিসার ছাড়া কাউকেই আপনাদের ব্যক্তিগত এবং দলের তথ্য দেবেন না।

আমাদের নজরে এসেছে যে, কিছু সংস্থা বিভিন্ন সার্ভের নামে আমাদের দলের নেতাদের ফোন করে তথ্য সংগ্রহের চেষ্টা করছে। এই সংস্থাগুলি নিজেদেরকে কেন্দ্রীয় সরকারি সার্ভে ইত্যাদি ভুয়ো পরিচয়ে পরিচিত করছে, অথচ বাস্তবে এগুলি একটি রাজনৈতিক দল (বিজেপি)-র হয়ে পরিচালিত হচ্ছে। এই কর্মকাণ্ডগুলি একেবারেই স্বচ্ছ নয়, সরকারি অনুমোদিতও নয়,বরং নাগরিক ও আমাদের দলের নেতাদের বিভ্রান্ত করার জন্য ব্যবহৃত হচ্ছে।এটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার বা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনোভাবেই এই ধরনের সার্ভের অনুমোদন দেওয়া হয়নি।আমরা আমাদের দলের সকল কর্মী-সমর্থক এবং পশ্চিমবঙ্গের নাগরিকদের কাছে আবেদন করছি।সর্বদা সতর্ক ও সজাগ থাকুন।

আমাদের আবেদন :
• অনুমোদিত রাজ্য সরকারি আধিকারিক ছাড়া অন্য কাউকে’কোনো ব্যক্তিগত তথ্য দেবেন না’
• কোনো সার্ভেতে সহযোগিতা করার আগে নির্বাচিত জনপ্রতিনিধি বা সরকারি দলের দায়িত্বশীল নেতার সঙ্গে অবশ্যই যাচাই করুন।

তিনি এও বলেন আসুন, আমরা সকলে মিলে নিশ্চিত করি যে কেউ যেন আপনার বিশ্বাস কিংবা পশ্চিমবঙ্গের নাম রাজনৈতিক খেলায় অপব্যবহার করার সুযোগ না পায়।