
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
শুক্রবার নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে গোটা দেশের সঙ্গে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস।এদিন কিছুটা জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরে প্যারেড ছাড়াই এই স্বাধীনতা দিবস উদযাপন।

এদিন নির্দিষ্ট সময়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদেরী।যদিও এই স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। যদি এরপরে বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা নৃত্য গীতের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন।প্রসঙ্গত উল্লেখ্য,এদিন প্যারেড ছাড়াই এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কালেক্টরেট চত্বরে। উল্লেখ্য এর আগে এই বিপ্লবীদের জন্মভূমি পশ্চিম মেদিনীপুরে স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠান হতো সাড়ম্বরে।বিভিন্ন সেনাবাহিনীর মিলিত প্যারেডের কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করতেন জেলার জেলাশাসক।সেই সঙ্গে এই অনুষ্ঠানে বিশেষভাবে অতিথি রূপে অনুষ্ঠিত উপস্থিত থাকতেন জেলা পুলিশ সুপার।কিন্তু গতবছর থেকেই এই অনুষ্ঠানে কোথাও ব্যাঘাত ঘটেছে।এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না জেলা পুলিশ সুপার।

এছাড়াও এই কুচকাওয়াজের প্যারেড শুরুতেই অসমাপ্ত রয়ে যাচ্ছে।যদিও কারণ নিয়ে ধোঁয়াশা।তবে এদিন এরই পাশাপাশি ছাত্র-ছাত্রীসহ পড়ুয়াদের ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে শেষ পর্যন্ত পরিসমাপ্তি হয় এই স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানের।তবে এইদিন জাতীয় পতাকা তোলার পর জেলাশাসকের মুখে ঘাটাল ডিভিশনের বন্যা প্লাবিত মানুষের দুর্দশা কথা শোনা যায়।সেই সঙ্গে তাদের নানাভাবে সাহায্যের পাশাপাশি পাশে থাকার বার্তাও দেন জেলা শাসক খুরশিদ আলী কাদরী।

উল্লেখ্য,এই দিন জেলার বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করা হয়। বিশেষ করে বিভিন্ন স্কুলের ছোট ছোট খুদে কচিকাঁচারা পতাকা উত্তোলন সেইসঙ্গে স্বাধীনতা দিবসের বিভিন্ন নৃত্য গীতের মধ্য দিয়ে দিবসে উদযাপনে শামিল হন।এছাড়াও বিভিন্ন ক্লাব,সংঘ সংগঠন এই স্বাধীনতা দিবস উদযাপন করা হয় সাড়ম্বরে।