Corona Virus:IIT তে পড়ুয়া কোভিডে আক্রান্ত হতেই তড়িঘড়ি বৈঠক জেলা প্রশাসনের!এখনই প্যানিক হওয়ার কিছু নেই নির্দেশ স্বাস্থ্য আধিকারিকের

Share

নিজস্ব প্রতিনিধি,খড়গপুর:

মহামারী করোনা এখনো ভুলতে পারেনি গোটা দেশবাসী,ইতিমধ্যে সেই মহামারী করোনা নিয়ে আবার নতুন করে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে বলে সূত্রের খবর।অন্যদিকে খড়্গপুর আইআইটিতে এক পড়ুয়ার করোনা আক্রান্তের খবর আসতেই তড়িঘড়ি বৈঠক সারলেন জেলা প্রশাসন।যদিও বৈঠক শেষে কোনরকম আতঙ্কিত না হওয়ার নির্দেশিকায় দিয়েছে জেলা স্বাস্থ্য আধিকারিকের।

আবার কি মহামারী দেখা দিতে চলেছে গোটা দেশজুড়ে সেই চিন্তায় চিন্তিত গোটা রাজ্যের সঙ্গে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর।কারণ জেলায় প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিললো আইআইটি খড়্গপুরে। এক ২৬ বছর বয়সী পড়ুয়া কোভিড আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য দফতর ও আইআইটি খড়্গপুরের সূত্রে জানা গেছে। যদিও বিষয়টি নিশ্চিত করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের তরফেও।জানা গেছে,ওই পড়ুয়া বীরভূম থেকে আইআইটিতে ফেরে আর তারপরেই আক্রান্ত হয়।তার মধ্যে কোরোনার যাবতীয় উপসর্গ ছিল।এরপরই ওই পড়ুয়াকে ভর্তি করা হয়েছে আইআইটি খড়্গপুরের বিসি রায় হাসপাতালে।বুধবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে।বেশ কিছু উপসর্গ থাকায়, মঙ্গলবারই ওই পড়ুয়ার নমুনা সংগ্রহ করা হয়।

স্বাস্থ্য দপ্তর ও আইআইটি খড়্গপুরের একটি সূত্রে জানা গেছে, জ্বর, সর্দিকাশি,গন্ধহীনতা সহ একাধিক উপসর্গ ছিল ওই পড়ুয়ার। তারপরই তাঁর কোভিড টেস্ট করা হয়। যদিও এই ঘটনায় নড়ে চড়ে বসেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।ইতিমধ্যে এদিন জেলা কালেক্টর এর পুরনো বিল্ডিং এ একটি বৈঠক অনুষ্ঠিত হয়।যে বৈঠকে জেলা শাসক ছাড়াও ছিলেন সকল ব্লক এবং ডিভিশনের স্বাস্থ্য আধিকারিকেরা।ছিলেন ডিভিশনের মহকুমা শাসক সহ প্রশাসনের কর্মকর্তারা।এই বৈঠকে মূলত আলোচনা হয় মহামারী যদি আবার প্রকট আকারে দেখা দেয় সেই ক্ষেত্রে কি কি করণীয় এবং কি কি সতর্কতা অবলম্বন করা উচিত।

এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন,”খড়গপুর আইআইটিতে এক পড়ুয়ার করোনা ধরা পড়েছে। যদিও ওই পড়ুয়া বাইরে থেকে ফিরেছে বলেই জানতে পেরেছি আমরা।তাই তাকে নির্দিষ্ট জায়গায় রেখে ট্রিটমেন্ট করা হচ্ছে।পাশাপাশি তিনিও বলেন এই নিয়ে প্যানিক হওয়ার কিছুই নেই। এখনই কোনরকম বড় কিছু চিন্তা-ভাবনা করা হচ্ছে না। সাধারণ মানুষকে বলবো এই নিয়ে আতঙ্কিত হবেন না,আতঙ্ক ছড়াবেন না।জেলা প্রশাসনের নির্দেশে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in