DI Office Agitation: শিক্ষককে যদি প্রয়োজন না হয় তাহলে ডিআই অফিস খোলা থাকবে কেন,তালা লাগিয়ে বিক্ষোভ চাকরি হারা শিক্ষকদের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

চাকরিহারা শিক্ষকদের আন্দোলন অব্যাহত পশ্চিম মেদিনীপুর জুড়ে।এদিন রাস্তা অবরোধের পাশাপাশি গান্ধী স্ট্যাচুর কাছে বিক্ষোভ দেখান তারা এক প্রস্থ।এরপর জেলা শিক্ষা ভবনে এসে তালা লাগিয়ে রীতিমতো আন্দোলনে নেমে পড়েন। তাদের বক্তব্য যেখানে শিক্ষকেরাই অযোগ্য,ভলেন্টারি কাজের জন্য জোর করে নির্দেশ দেওয়া হচ্ছে সেখানে ডিআই অফিসের কি কাজ,তাই বন্ধ থাক অনির্দিষ্টকালের জন্য।

এবার আন্দোলনের বেগ বাড়ালো রাজ্যের চাকরিহারা শিক্ষকরা,এ রকমই ঘটনা গোটা রাজ্যের সঙ্গে জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরে।প্রথম কয়েকদিন অবরোধের পর এই দিনও এক প্রস্থ অবরোধ শুরু করে তারা মেদিনীপুর শহরের কালেক্টর এর চত্বরে। এরপরই তারা ভিন্ন মোড়ে মোড়ে পথ অবরোধ করে শেষে উপস্থিত হয় জেলা শিক্ষাভবন তথা DI অফিসে সেখানে চেইন দিয়ে তালা লাগিয়ে বিক্ষোভে ফেটে পড়েন তারা।এই চাকরি হারা শিক্ষকদের অভিযোগ মুখ্যমন্ত্রী গতকাল বৈঠকের নাম করে যে প্রহসন করেছে এবং ললিপপ দেখাচ্ছে তাতে এই মুখ্যমন্ত্রী অযোগ্য মুখ্যমন্ত্রী।ওনার ক্ষমতায় থাকার অধিকার বিন্দুমাত্র নেই।এরই পাশাপাশি এদিন তারা জেলা শিক্ষা ভবন তথা অফিসে ছুটে আসেন।

সেখানে রীতিমত চেইন দিয়ে তালা লাগিয়ে বিক্ষোভে ফেটে পড়েন।তাদের অভিযোগ যেখানে শিক্ষককে অযোগ্য বলা হয়েছে,যেখানে ভলেন্টারি বলে অভিযোগ করা হয়েছে সেখানে DI অফিসের কি কাজ। তাই আজকে আমাদের সূত্রপাত হলো এটা আমাদের চলবে আগামী দিনে সমস্ত শিক্ষা ভবনে।

এ বিষয়ে চাকরি-হারা শিক্ষক অভিজিৎ গিরি বলেন,”একজন অপদার্থ মুখ্যমন্ত্রী।উনাকেই অযোগ্য বলে ঘোষণা করা হোক।যেখানে মুখ্যমন্ত্রী খোদ বৈঠকে আমাদের কথা শোনেন না,আমাদের নিয়ে ভাবেন না। আমাদেরকে জোর করে ভলেন্টারি কাজে করতে নির্দেশ দেন সেখানে কিভাবে মানবো ওনাকে।এরই পাশাপাশি তিনি বলেন যে শিক্ষাভবন (DI)অফিস মূলত শিক্ষকদের সুবিধার্থে যেখানে শিক্ষকেরাই থাকবে না সেখানে ডিআই অফিসের কি ভূমিকা?


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in