
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
চাকরি হারা শিক্ষকদের আন্দোলন অব্যাহত পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবারের পর বুধবার ডিআই অফিসে ডিআইকে ঢুকতে বাধা ক্ষুব্ধ শিক্ষকদের।যদিও বাধার মুখে পড়ে শেষ পর্যন্ত গেটের সামনে বসে পড়েন ডি আই।অন্যদিকে প্রতীকি চিতা সাজিয়ে এনে একপ্রকার ভিন্ন আন্দোলন গড়ে তুলল এই চাকরি হারা শিক্ষকেরা।

মেদিনীপুরে আন্দোলন অব্যাহত চাকরি হারা শিক্ষকদের।মঙ্গলবার এর পর বুধবার ফের জেলা শিক্ষা ভবনে তারা সকাল-সকাল জড়ো হন।এরপর তারা শিক্ষা ভবনে তালা লাগিয়ে ফের এক প্রস্থ বিক্ষোভে ফেটে পড়েন। তারা এই অফিসে চাকরিরত শিক্ষক-শিক্ষাকর্মী এবং দায়িত্বে থাকা ডিআইকেও ঢুকতে দেন।তাদের অভিযোগ ছিল অবিলম্বে রাজ্য সরকার থেকে তাদের OMR সিট পাবলিশ করতে হবে যোগ্য ও অযোগ্যর।তা না হলে তারা এদিন এই শিক্ষা ভবনে তালা দিয়ে বসে পড়েন।যদিও তাদের অবরোধে অবরুদ্ধ হয়ে পড়েন শিক্ষা ভবনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।শিক্ষা ভবনের DI স্বপন কুমার সামন্ত তাদের আন্দোলনে অবরুদ্ধ হয়ে গেটের সামনে বসে পড়েন।আর এদিকে আন্দোলন চালিয়ে যান চাকরিহারা শিক্ষকেরা।

শিক্ষকরা দাবি করেন অবিলম্বে চিঠি দিতে হবে এবং সেইসঙ্গে ও আমাদের OMR সিট পাবলিশ করতে হবে। এদিন তারা বাঁশের মাচা দিয়ে এক প্রস্থ প্রতিকী চিতা সাজিয়ে নিয়ে এসেছিলেন এই ডিআই অফিসে।এরপর তারা মেদিনীপুর শহরের ব্যস্তবহুল ধর্মার জাতীয় সড়কে রাস্তায় বসে পড়ে অবরোধ করেন কয়েক ঘণ্টা।

এদিন ডিআই স্বপন কুমার সামন্ত বলেন উপর থেকে এখনো পর্যন্ত কোনো নির্দেশ পায়নি কোন নির্দেশিকা এসে পৌঁছয়নি।তাই আমি কোনভাবে কোন কিছু করতে পারবো না। উনারা চিঠি দিয়েছেন আবেদন জানিয়েছেন আমি সেটা উপর মহলে জানিয়েছি ব্যস এতোটুকুই। যখনই উপর থেকে কোন নির্দেশ আসবেন তা অবশ্যই আমি ওনাদের জানাবো এবং অক্ষরে অক্ষরে পালন করব।
I truly appreciate this post. I have been looking everywhere for this! Thank goodness I found it on Bing. You have made my day! Thx again