
মেদিনীপুর,2 রা সেপ্টেম্বর:
বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আইসিটি শিক্ষকদের বিক্ষোভ ডিআই অফিসে। এদিন এই শিক্ষকদের বকেয়া বেতন,পিএফ-স্বাস্থ্য বিমা ও সিলেবাস প্রণয়নের দাবি সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখান ও ডেপুটেশন দেন। এই বিক্ষোভ ডেপুটেশনে অংশগ্রহণ করেন দুই শতাধিক অ্যাসোসিয়েশনের শিক্ষক সদস্য সদস্যা।

এইদিন পশ্চিম মেদিনীপুর আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে প্রায় দুইশত কম্পিউটার শিক্ষক জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে এক বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন কর্মসূচি পালন করেন। এই ডেপুটেশনে নেতৃত্বে দেন সংগঠনের জেলা প্রেসিডেন্ট চিরঞ্জিত ঘোষ,জেলা সেক্রেটারি শেখ কাদের নেওয়াজ,ভাইস প্রেসিডেন্ট নিখাত পারভিন এবং জেলা সদস্য সান্তনু জানা।কর্মকর্তারা জানান দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় ভুগলেও সরকারের তরফে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বহু দপ্তরে আবেদন সত্ত্বেও সমাধান না হওয়ায় জেলার সমস্ত কম্পিউটার শিক্ষক একত্রিত হয়েছেন।শিক্ষকদের প্রধান দাবিসমূহ হলো -দেড় বছর আগে ঘোষিত বেতন বৃদ্ধির প্রফেশনাল অর্ডারের ফাইনাল কপি দেওয়া, দীর্ঘদিনের বকেয়া অর্থ অবিলম্বে পরিশোধ,বিশেষত দুর্গাপূজার আগে সেইসঙ্গে পিএফ,পেনশন ও স্বাস্থ্য বিমা স্কিম চালু হয়নি এ বিষয়ে দ্রুত চালু করা।

বিদ্যালয়ে নির্দিষ্ট সিলেবাস না থাকায় শিক্ষাদান বিঘ্নিত হচ্ছে,অবিলম্বে পাঠক্রম প্রণয়ন করতে হবে।বিভিন্ন স্কুলে ভিন্ন ভিন্ন অপারেটিং সিস্টেমে ক্লাস চলছে ,সব স্কুলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালুর দাবি।অনেক শিক্ষক এখনো থার্ড পার্টি কোম্পানির অধীনে,তাদের সরাসরি সরকারের আওতায় আনা প্রয়োজন।প্রতিটি বিদ্যালয়ে যথেষ্ট কম্পিউটার সংখ্যা ও আধুনিক ল্যাব নিশ্চিত করা দরকার।সকল আইসিটি শিক্ষককে একক নীতির আওতায় আনতে হবে।

এদিন বিক্ষোভ ডেপুটেশনের পাশাপাশি নেতৃত্বরা সতর্ক করে দেন যদি অবিলম্বে সমস্যার সমাধান না হয় তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।