
নিজস্ব প্রতিনিধি,ঘাটাল:
দুদিনের ঝটিকা সফরে জঙ্গলমহল ঝাড়গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তার আগে এক প্রস্থ ঘাটালে ঢু মারবেন। সেখানে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেই তিনি মেদিনীপুর জেলা শহরে সার্কিট হাউসে রাত্রি নিবাস করবেন বলে সূত্র অনুযায়ী জানা যায়।যা ঘিরে কিছুটা প্রস্তুতি সেরে ফেলছে প্রশাসন ও তৃণমূল।

দুদিনের ঝাড়গ্রাম জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাই তড়িঘড়ি জঙ্গলমহল ঝাড়গ্রামে চলছে তার জোর তৎপরতা।তবে ঝাড়গ্রাম যাওয়ার আগে এক প্রস্থ মেদিনীপুরেও ঘুরে যাবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তারই কিছুটা প্রস্তুতি জেলা শহরে। প্রসঙ্গত হুল দিবস সেইসঙ্গে জঙ্গল মহলের বেশ কিছু সাংগঠনিক আলোচনা এবং সরকারি প্রকল্প নিয়ে দুদিনের সফরে আগামী ৭ ই আগস্ট আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।সূত্র অনুযায়ী তিনি ৭ তারিখে ঝাড়গ্রামে মিছিল করবেন এবং আট তারিখে সভা করার কথা রয়েছে।যদিও তার ঝাড়গ্রাম যাওয়ার আগে এক প্রস্থ বন্যা কবলিত ঘাটালে আসার কথা রয়েছে।তিনি বিগত বছরের মত ঘাটালের বন্যা পরিদর্শন করবেন সেই সঙ্গে ওখানকার হাল হকিকাত খতিয়ে দেখবেন এক প্রস্থ।যা ঘিরে যদিও প্রশাসনিক তৎপরতা রয়েছে।

সূত্র অনুযায়ী জানা যায় এরপর মুখ্যমন্ত্রী মেদিনীপুর শহরে আসার কথা সেখানে বিকেল সন্ধ্যা নাগাদ এসে সার্কিট হাউসের রাত্রিযাপন করবেন।যদিও সার্কিট হাউস থাকাকালীন তিনি নেতা-মন্ত্রীদের সঙ্গে এক প্রস্থ বৈঠকও করতে পারেন।এরপর তিনি ৭ই আগস্ট পৌঁছে যাবেন ঝাড় গ্রামে। যদিও মুখ্যমন্ত্রীর এই জেলা সফর কে ঘিরে ইতিমধ্যে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।গত কয়েকদিন ধরেই শহরের মুখ্যমন্ত্রী যাওয়া কনভয় এর সড়ক গুলি মেরামতের দিকে নজর দিয়েছে শাসক দল।তড়িঘড়ি ভাঙ্গা নষ্ট হওয়া যত রকম রাস্তা রয়েছে সেগুলো সারিয়ে তোলা হয়েছে,সরিয়ে ফেলা হয়েছে রাস্তার বাম্পার গুলি। বিভিন্ন রাস্তার রেলিং সহ রাস্তার ধার গুলি নীল সাদা রং করা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী সফরের আগে গড়বেতায় রাজধানী আটকে যাওয়া মাও তৎপরতা সেই সঙ্গে শাসকদলের বিভিন্ন গোষ্ঠী কোন্দল নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে বলেই সূত্র অনুযায়ী জানা গেছে।

প্রসঙ্গত উল্লেখ্য,গত মাস খানেক ধরে ক্রমাগত বৃষ্টি এবং সেইসঙ্গে ডিভিসির জল ছাড়ায় বন্যা প্লাবিত ঘাটাল।এবারে এত পরিমাণ বৃষ্টি তাতেই বেসামাল হয়ে পড়েছে এই পশ্চিম মেদিনীপুরের শেষ প্রান্ত ঘাটাল ডিভিশন। ঘাটালের বিস্তীর্ণ এলাকাসহ ডুবেছে চন্দ্রকোনা দাসপুর কেশপুর সহ বিভিন্ন এলাকা ও অঞ্চল।খোদ পৌর সভার ওয়ার্ডগুলি এখনো জলের তলায়।এই পরিস্থিতি খতিয়ে দেখতে এক প্রস্থ মুখ্যমন্ত্রী যাওয়ার কথা রয়েছে ঘাটালে।