Odish Incident:উড়িষ্যায় সোনা চুরি করে পালাতে গিয়ে ধৃত মেদিনীপুরের বিজেপি যুব মোর্চা নেতা!বিজেপির দাবি,উড়িষ্যায় কে কি করবে তার জন্য দল দায়ী নয়

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

এবার সোনা চুরি করতে গিয়ে গ্রেপ্তার হলো বিজেপির যুব মোর্চা নেতা যা নিয়ে চাঞ্চল্য মেদিনীপুর জুড়ে।এই নিয়ে তৃণমূল কটাক্ষ করলেও বিজেপির দাবি,যদি এ ঘটনার সঙ্গে কেউ যুক্ত থাকে তার জন্য দল কোন ভাবে দায়ী নয়।যে নেতা করেছেন তিনি পশ্চিমবাংলা,পশ্চিম মেদিনীপুরের নেতা,উড়িষ্যায় গিয়ে কি কান্ড ঘটাবেন তার জন্য দায় নিতে যাবে না দল।

এবার নিজের রাজ্য নয় পাশের রাজ্যে চুরি করতে গিয়ে ধরা পড়ল বিজেপি যুব মোর্চা নেতা যা নিয়ে রাজনৈতিক চাঞ্চল্য মেদিনীপুর জুড়ে।ঘটনা ক্রমে জানা যায় গত শুক্রবার উড়িষ্যা সংবাদ মাধ্যমে একটি খবর প্রকাশিত হয় যেখানে দেখা যায়,মেদিনীপুরের বিজেপির যুব মোর্চা নেতা সোমনাথ সাহু সোনার দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। এরপরই তাকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে গিয়ে নিয়ে যাওয়া হয়। সূত্র অনুযায়ী জানা যায় উড়িষ্যার জলেশ্বরে গিনি হাউস নামক একটি সোনা দোকান সোনা দেখতে যান ওই যুব মোর্চা নেতা সোমনাথ সাহু।এরপর সোনা দেখার বাহানায় সোনা লুট করে দোকান ছেড়ে পালিয়ে যায়।পরে কালো রংয়ের স্করপিও গাড়িতে করে পালানোর সময় রাস্তার ধারে ডিভাইডারে মেরে গাড়ি আটকে যায়।এরপর স্থানীয় মানুষ সহ পুলিশ ছুটে আসে এবং উড়িষ্যা পুলিশ তাকে গ্রেফতার করে।এই ঘটনায় মেদিনীপুর রাজনৈতিক মহলে ছড়িয়েছে চাঞ্চল্য।

সূত্র অনুযায়ী জানা যায় মেদিনীপুর শহরের কোতয়ালি থানার অন্তর্গত পাটনা বাজার এলাকায় তার একটি সোনার দোকানও রয়েছে এবং এই সোমনাথ সাহু দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন।বিভিন্ন সময় বিজেপির বড় মাপের নেতা-নেত্রীর পাশাপাশি ছোট বড় নেতার এবং কার্যক্রমে তাকে মূল ভূমিকা নিতে দেখা গেছে। যদিও সূত্র অনুযায়ী জানা যায় এর আগেও এই সোমনাথ সাহুর নামে খোদ খড়গপুরেও সোনা হের- ফেরের অভিযোগ উঠেছিল।এই ঘটনায় অস্বস্তিতে রাজ্যের প্রধান বিরোধী বিজেপি শিবির। যদিও এই নিয়ে কটাক্ষ ও সোশ্যাল মাধ্যমে এক ও একাধিক পোস্ট করছে তৃণমূল।

যদিও এ বিষয়ে কটাক্ষ করেছে তৃণমূল।তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন,”দীর্ঘদিন ধরেই বিজেপির বড় বড় মাপের নেতা-নেত্রীরা হাওলাকান্ড, চোর,মাদকা সক্ত এবং সোনা পাচারে যুক্ত।এটা বহুবার দেখা গেছে ভিন্ন ভিন্ন জায়গায়।সোমনাথ সাহুর সোনা চুরির ঘটনা কোন নতুনত্ব নয়।পাশাপাশি তিনি অভিযোগ করে এও বলেন বর্তমানে বিজেপি যার দায়িত্ব রয়েছে তিনি টাকার জোরে মূল মাথা হয়েছেন বিজেপির। এখানে কোন ভদ্রলোক বা ভালো লোক বিজেপি করেনা।আর তাই এ বিষয়ে আমাদের কোন মতামত নেই।

এ বিষয়ে বিজেপির জেলা সাধারণ সম্পাদক শুভজিৎ রায় বলেন,”এই সোমনাথ সাহু কিছুদিন বিজেপি যুব মোর্চার দায়িত্বে ছিলেন এই পশ্চিম মেদিনীপুর ও পশ্চিমবঙ্গের।কিন্তু তিনি উড়িষ্যায় গিয়ে কি কাণ্ড ঘটাবেন তার জন্য পশ্চিমবঙ্গের বিজেপি পার্টি এবং পশ্চিম মেদিনীপুরের বিজেপি পার্টি কোন দায় নেবে না।
যদিও ঘটনার সত্যতা কতটা জানিনা।তবে যদি এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে ওই ব্যক্তি তাহলে আইন তার আইনানুগ ব্যবস্থা নেবে,দল তার পাশে কোনভাবেই থাকবে না।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in