Narayangarh Incident: বেহাল রাস্তা,গাড়ি ঢুকতে না পারায় বাঁশের ডুলিতে করে রোগীকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে!প্রশ্ন পরিষেবা নিয়ে

Share

নিজস্ব প্রতিনিধি,নারায়ণগড়:

রাস্তা বেহাল,দীর্ঘদিন অভিযোগ করেও সমাধান হয়নি!ফলে গাড়ি ঢুকতে পারে না এলাকায়।এই অবস্থায় বাধ্য হয়ে বাঁশের ডুলিতে করে রোগীকে নিয়ে যাওয়া হল হাসপাতালে যা নিয়ে ক্ষুব্ধ এলাকার মানুষজন।যদিও এলাকার বিধায়ক জানালেন কিছুটা রাস্তা করে দেওয়া হয়েছে,বাকিটা বর্ষার পর করে দেওয়া হবে।

টানা বৃষ্টিতে বেহাল অবস্থা রাস্তার দীর্ঘদিনের দাবি মেনেও রাস্তার কোনো সুরাহা করেনি প্রশাসন,তাই এবার রুগীর ভরসা বাঁশের ডুলি।ঘটনাটি নারায়ণগড় ব্লকের ২নং গ্ৰামরাজ অঞ্চলের সানদেউলি এলাকার।এইদিন এই এলাকায় সরস্বতী সমাট নামে এক বৃদ্ধার হার্টের সমস্যা দেখা দেয়।এই ঝড় বৃষ্টির দিনে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে চাইছিল পরিবার।কিন্তু যেতে চাইলেও ঢুকতে পারেনি কোন গাড়ি ওই রাস্তাতে।অগত্যা সমস্যায় পড়তে হয় রোগীসহ রোগীর পরিবারকে। এই অবস্থায়
ব্যবস্থা করা হয় বাঁশের ডুলি।সেই ডুলিতে করে কোন রকম জাতীয় সড়কে রোগীকে নিয়ে আসেন তার পরিবার।এরপর জাতীয় সড়কে বড় গাড়ির ব্যবস্থা করে মেদিনীপুরে নিয়ে আসা হয় চিকিৎসার জন্যই বৃদ্ধাকে।এই ছবি ফুটে উঠল এই দিন। যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকাবাসীর মধ্যে। মূলত এই SC অন্তর্ভুক্ত এই এলাকায় মোট ২৫ টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা হল এটি। কিন্তু দীর্ঘদিন ধরে সে রাস্তা বেহাল।এলাকাবাসীর অভিযোগ বহুবার প্রশাসনকে জানিয়েও কোন সদউত্তর পাওয়া যায়নি।তারপর এই জলে বৃষ্টিতে কাদা ভর্তি রাস্তা হয়েছে আরও খারাপ।ফলে প্রশ্ন উঠছে কবে হুঁশ ফিরবে প্রশাসনের।

এলাকার বাসিন্দা নান্টু কুইলা বলেন আমাদের গ্রাম হলো SC অন্তর্ভুক্ত যেখানে মোট ২৫ টি পরিবার নিয়ে আমরা বাস করি দীর্ঘদিন ধরে।কিন্তু আমাদের দুঃখেরও কষ্টের বিষয় হল আমাদের গ্রামের রাস্তা নিয়ে,যা দীর্ঘদিন বেহাল। বহুবার এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে জেলা প্রশাসনকে।ইমেইল করেও অভিযোগ জানিয়েছে আমরা কিন্তু কোন সূরাহা হয়নি।এই অবস্থায় আজকে এক রুগী অসুস্থ হওয়ায় তাকে শেষপর্যন্ত ডুলিতে করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।আমরা চাই দ্রুত প্রশাসন নজর দিক আমাদের গ্রামের এবং রাস্তার উপর।সেই সঙ্গে আমাদের দুঃখ দূর করুক রাস্তা করে দিয়ে।

যদিও এই নিয়ে নারায়ণগড় এলাকার বিধায়ক সূর্য অট্ট বলেন,”পুরো রাস্তাটাই আমরা পাকাপোক্ত করে দিয়েছি শুধু ৯০০ মিটার বাকি রয়েছে।এই বৃষ্টির জন্য আমরা পুরো রাস্তাটা করে উঠতে পারিনি,তাই এই অবস্থা।তবে বৃষ্টি কমলে আমরা দ্রুত সারিয়ে দেব।যদিও এলাকা বাসীর অভিযোগ নিয়ে তিনি বলেন আপনারা গিয়ে একবার খতিয়ে দেখুন।টোটো গাড়ি এলাকায় ঢুকতে পারতো কিন্তু ওনারা সেটা চাননি তাই উনারা ডুলি করে নিয়ে গেছেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in