
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
অবশেষে প্রসূতির মৃত্যু দিয়েই শেষ হলো মেদিনীপুর স্যালাইন কান্ডের।রবিবার রাতে ডায়ালিসিস নিতে না পেরে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হল মেদিনীপুরের অসুস্থ প্রসূতি নাসরিন খাতুনের। সূত্র অনুযায়ী জানা যায় নাসরিনের দেহ এসএসকেএম থেকে পোস্টমর্টেম হয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে।

অবশেষে স্যালাইন কাণ্ডে মৃত্যু হল দ্বিতীয় প্রসূতির,অবসান ঘটলো স্যালাইন কান্ডের। স্বাস্থ্য আধিকারিক এর দাবি মাল্টি অর্গান ফেলিয়ার হয়েই মৃত্যু হয়েছে এই নাসরিনের। ঘটনাচক্রে বলা যায় চলতি বছরের ৮ই জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমাতে সন্তানের জন্ম দেন পাঁচ প্রসূতি। সন্তান জন্ম দেবার পরই তারা অসুস্থ হয়ে পড়েন।এরা হলেন মামনি রুইদাস,রেখা সাউ,মাম্পি সিংহ, মিনারা বিবি ও নাসরিন খাতুন। অভিযোগ হাসপাতালের চিকিৎসার অব্যবস্থা সেইসঙ্গে রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন দেওয়া হয়।যদিও বাচ্চা জন্ম দেওয়ার পরে মামনি রুইদাস নামে এক প্রসূতির মৃত্যু হয় বাকি ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। তড়িঘড়ি এই অসুস্থ প্রসূতি দের কে মেদিনীপুর আইসিইউতে নিয়ে যাওয়া হয়।

যদিও সেখানে অবস্থা বেগতিক দেখে মাম্পি সিংহ, মিনারা বিবি ও নাসরিন খাতুন কে কলকাতায় SSKM এ চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।যদিও এই ঘটনায় জেলায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।এরপর মৃত্যু হয় এক সদ্য জাতর। যদি ওই ঘটনায় সিআইডি তদন্ত সেইসঙ্গে দোষী ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেন মুখ্যমন্ত্রী। যদিও সেই জল অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। তবে পরবর্তীকালে অসুস্থ প্রসূতি মাম্পি, মিনারা বিবি সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেও ফিরলো না কেশপুরের নাসরিন। প্রায় চার মাস যুদ্ধ করার পর মৃত্যু হল তার। শেষ ইচ্ছে ছুঁয়ে দেখা হলো না কোলের সন্তানকে।নাসরিনের জামাইবাবু ইনসান আলি বলেন, ‘দিন দশেক আগেই জেনারেল বেডে দেওয়া হয়েছিল নাসরিনকে।১০ মে বাড়ি ফেরার কথা ছিল।যদিও ৯ মে রাত থেকে ফের খিঁচুনি, বমি শুরু হয়।রবিবার রাতে ডাক্তাররা জানালেন নাসরিন আর নেই।’

মূলত কেশপুরের ন্যাড়াদেউলের বাসিন্দা ছিলেন নাসরিন। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছেন স্বামী সেলিম খান-সহ পরিবারের সদস্যরা।সেলিমের বক্তব্য, ‘এ বার আমার সদ্যোজাত কন্যাসন্তানকে কী ভাবে মানুষ করব?’

যদিও এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন,”প্রথম থেকেই নাসরিনের অবস্থা ভালো ছিল না।ওর ডায়ালিসিস চলছিল কলকাতায়। শেষ পর্যন্ত আরো নিতে পারেনি। পোস্টমর্টেম হয়ে বডি ফিরে এলে আমরা ব্যবস্থা নেব।রবিবার রাতে ডায়ালিসিস নিতে নিতেই মাল্টিঅর্গান ফেলিওর হয়ে নাসরিন খাতুনের মৃত্যু হয় বলে জানতে পেরেছি। এরপর সেই দেহ ফিরিয়ে দেওয়া হবে বাড়িতে।