
খড়গপুর 8 ই অক্টোবর:
আইআইটি খড়্গপুরের মুকুটে নতুন পালক। আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়ন (AGU)-এর মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন প্রতিষ্ঠানের সেন্টার ফর ওশান,রিভারস,অ্যাটমোস্ফিয়ার অ্যান্ড ল্যান্ড (CORAL)- এর বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি চক্রবর্তী । আগামী ডিসেম্বর (১৫-১৯ ডিসেম্বর, ২০২৫) মাসে আমেরিকার নিউ অরলিন্স-এ অনুষ্ঠিত AGU-র বার্ষিক অনুষ্ঠানে তাঁকে এই সম্মান প্রদান করা হবে।আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষের তরফে এই সুখবর দেওয়া হয়েছে।

আবার খড়গপুর IIT এর জয়জয়কার।আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়ন (AGU)-এর মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন প্রতিষ্ঠানের সেন্টার ফর ওশান,রিভারস,অ্যাটমোস্ফিয়ার অ্যান্ড ল্যান্ড (CORAL)- এর বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি চক্রবর্তী।যা ভারতের তৃতীয় বিজ্ঞানী হিসেবে সম্মান।স্বাভাবিকভাবেই এই সাফল্য আইআইটি খড়্গপুরের ইতিহাসে এক নতুন গৌরবের সৃষ্টি করল বলেও মনে করছেন আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ। মূলত প্রফেসর চক্রবর্তী সমুদ্রের জৈব-ভূ-রসায়ন, ট্রেস ধাতু প্রজাতিকরণ এবং জলবায়ু-সমুদ্র প্রক্রিয়ার উপর তাঁর যুগান্তকারী গবেষণা করেছেন।এই জন্যই এই সম্মান দেওয়া হচ্ছে বলেও আইআইটি খড়্গপুর সূত্রে জানা গেছে।ভারতের তৃতীয় বিজ্ঞানী হিসেবে এই সম্মান পাচ্ছেন অধ্যাপক পার্থসারথি চক্রবর্তী।


উল্লেখ্য,অধ্যাপক চক্রবর্তী এর আগে বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছেন। যার মধ্যে রয়েছে, শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার (২০১৮), জাতীয় ভূ-বিজ্ঞান পুরস্কার (২০১৩), খাড়কা পুরস্কার (২০১৭), এবং এম.এস. কৃষ্ণন স্বর্ণপদক (২০১৫) প্রভৃতি।

এই বিষয়ে IIT অধ্যাপক পার্থসারথি চক্রবর্তী বলেন, “এজিইউ থেকে এই স্বীকৃতি পাওয়া আমার জন্য গর্ব এবং অনুপ্রেরণার বিষয়।এটি আইআইটি খড়্গপুরের কোরাল (CORAL) টিমের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার ফল।”যদিও অন্যদিকে এই বিষয়ে আইআইটি খড়্গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী বলেন, “অধ্যাপক চক্রবর্তী আমাদের গর্বিত করেছেন।

তাঁর গবেষণা কেবল মৌলিক বৈজ্ঞানিক বোঝাপড়াকেই এগিয়ে নিয়ে যায় না, বরং সমুদ্রের স্বাস্থ্য ও উন্নয়নের উপর বিশ্বব্যাপী আলোচনাকেও পরিচালিত করে।”