Sankraile Incident: পুকুরে ডুবে স্নান করতে নেমে মৃত্যু কাঠমিস্ত্রির! পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্যকে হারিয়ে হাহাকার

Share

সাঁকরাইল 25 সে আগস্ট:

প্রতিদিনকার মতো এই দিনও পুকুরে নেমে ছিলেন স্নান করতে কিন্তু আর স্নান করে বাড়ি ফেরা হলো না,বিজয় বেরা নামে মৃত্যু হল এই কাঠমিস্ত্রির।যা নিয়ে এলাকায় শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তির মৃত্যুতে হাহাকার পরিবারে।এই কাঠমিস্ত্রির স্ত্রী ও এক ছেলে মেয়ে রয়েছে।

ঘর লাগোয়া পুকুরে স্নানে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির।রবিবার বিকেলে ঝাড়গ্রামের সাঁকরাইল থানার ঘোড়াপাড়া গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম বিজয় বেরা (৪৩)। কাঠমিস্ত্রির কাজ করতেন তিনি।মৃতের পরিবারে স্ত্রী এবং এক ছেলে ও মেয়ে রয়েছে।তিনি একমাত্র পরিবারের উপার্জনের ব্যক্তি ছিলেন।জলে ডুবে তাঁর মৃত্যুতে দিশাহারা হয়ে পড়েছে পরিবার।মৃতের দাদা দিলীপ রঞ্জন বেরা বলেন,’বাড়ির সামনের পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায়।ওঁর ছেলে শুভাশীষ ও আমার আরেক ভাই বিশ্বজিৎ বেরা পুকুরে নেমে তল্লাশি শুরু করে। রাত্রি আটটা নাগাদ দেহ উদ্ধার হলে ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন’।

সোমবার ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ মর্গের দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।




Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in