Sreya Ghoshal: অরিজিতের দেখানো পথে শ্রেয়া ঘোষাল!অনুষ্ঠান বাতিল করে তিনি বলেন ‘বিশেষ সময় নীরবতা পালন শ্রেয়’

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

সব দিনই গান থাকবে কিন্তু সব পরিস্থিতি গানের জন্য উপযুক্ত নয়, বিশেষ সময়ে নীরবতা পালনই শ্রেয়, মনে করেন শ্রেয়া।তাই এবার অরিজিত সিং এর দেখানো পথেই পথে হাঁটলো শিল্পী শ্রেয়া ঘোষাল।এই দিনের অনুষ্ঠান বাতিল করে বিশেষ বার্তা।

কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা ‘প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য’ কবিতার পঙ্‌ক্তি সামান্য বদলে নিয়েছেন শ্রেয়া ঘোষাল।পহেলগাঁওয়ের ঘটনার পরে অরিজিৎ সিংহের মতোই যেন গায়িকার ভাবনা,‘গান শোনাবার দিন নয় অদ্য’।সেই ভাবনা থেকেই সম্ভবত শ্রেয়া সুরাতে তাঁর আজকের ২৬ এপ্রিলের গানের অনুষ্ঠান বাতিল ঘোষণা করলেন সমাজ মাধ্যমে তিনি বার্তা দিয়েছেন অনুরাগীদের।শুধুই অনুষ্ঠান বাতিল করেননি।সেই সঙ্গে টিকিটের মূল্য যাতে দর্শক-শ্রোতারা ফেরত পান তার ব্যবস্থাও করেছেন।উল্লেখ্য,অরিজিৎ প্রথম এই পথে হাঁটেন।২৭ এপ্রিল চেন্নাইয়ে তাঁর অনুষ্ঠান হওয়ার কথা ছিল তিনি সেটি বাতিল করেছেন।একই সঙ্গে টিকিটের অর্থমূল্য ফেরত দেওয়ার কথাও ঘোষণা করেছেন।
প্রসঙ্গত,২২ এপ্রিল শান্ত কাশ্মীরে ফের মাথাচাড়া দেয় সন্ত্রাসবাদ।নিরীহ পর্যটকদের নির্বিচারে গুলি করে জঙ্গিরা।

দেশের খ্যাতনামীরা এর পরেই প্রতিবাদে ফেটে পড়েন।ক্ষোভ উগরে দেন সমাজমাধ্যমে।এই দলে ছিলেন শ্রেয়াও।তিনি লেখেন,নারকীয় এই ঘটনায় ব্যথিত তিনি। স্বজনহারাদের কান্না তাঁর কণ্ঠরোধ করেছে।তিনি ঈশ্বরের কাছে নিহতদের আত্মার শান্তি কামনা করছেন।তার এক দিন পর শিল্পী জানান,তিনি আছেন।তাঁর গানও থাকবে। অনুষ্ঠান করার মতো পরিস্থিতি অনেক আসবে।সব পরিবেশ গান গাওয়া বা শোনার উপযুক্ত নয়। বিশেষ সময়ে নীরবতা পালনই শ্রেয়।এই ঘটনায় অরিজিৎ-শ্রেয়ার এই পদক্ষেপ তাঁদের প্রতি আরও শ্রদ্ধা বাড়িয়ে দিয়েছে অনুরাগীদের মনে।তাঁদের শুভেচ্ছায় পূর্ণ উভয় শিল্পীর মন্তব্যবাক্স।

অনুরাগীদের দাবি, প্রকৃত শিল্পী তিনিই, যিনি অনুভূতিপ্রবণ।ব্যথিতের ব্যথা বোঝেন। প্রসঙ্গত, সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই বলিউডে বিভিন্ন প্রচারধর্মী অনুষ্ঠান বাতিল করা হচ্ছে।




Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in